আমাদের কথা খুঁজে নিন

   

পরিবর্তন করুন আপনার Android ডিভাইস এর Boot Animation কিংবা Boot Logo

আমরা যারা এন্ড্রয়েড ডিভাইস ইউজ করছি তারা অবশ্যই খেয়াল করে দেখেছেন ডিভাইস অন এবং অফ যখন হয় তখন আপনার মোবাইল কোম্পানি কিংবা অপারেটর এর লোগো কিংবা এনিমেশন দেখায় যা কিনা  Boot Animation নামে পরিচিত। অনেকে দেখা গেছে এই এনিমেশন টা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন এবং পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো কিংবা অন্য কোন কোম্পানি বা ডিভাইস এর লোগো ইউজ করতে চান Boot Animation এ। এছাড়াও যেহেতু এন্ড্রয়েড কাস্টমাইজেশন করছেন সুতরাং এটাও চলুন কাস্টমাইজ করে নেই।  আজ আমি দেখাবো কিভাবে করবেন এই কাজ টি এবং দেখে নিন কিভাবে ওয়ালটন কিংবা সিমফোনি এর এনিমেশন পালটিয়ে নেক্সাস,জেলি বিন অথবা কিটকেট এর এনিমেশন লাগাবেন।


উপরের ছবির মতো আপনিও করে নিতে পারবেন আপনার ডিভাইস এর বুট এনিমেশন।


কিভাবে করবেন?
প্রথমে অবশ্যই তো আপনার একটি এন্ড্রয়েড ডিভাইস লাগবেই
ডিভাইস টি অবশ্যই রুট করা থাকতে হবে
রুট ফাইল এক্সপ্লোর করা যায় এমন কোন ফাইল ম্যানেজার থাকতে হবে


চাইলে ফাইল গুলো ডিলিট করে দিতে পারেন। এখন আপনি যে এনিমেশন টি ইউজ করবেন তার ফাইল এখানে Paste করতে হবে অথবা আগেরটি রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করে তা হয়তো আপনাকে বলে দিতে হবেনা নতুন করে আর যদিও বলা লাগে তাহলে বলবো আপনার করার দরকার নেই কারন ডিভাইস এর যেকোনো ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনি অনভিজ্ঞ হন।

এই গেলো একটি মেথড। আরেকটি মেথড আছে যা ইউজ করে নরমালি আপনি করতে পারবেন তা হলো একটি অ্যাপ ইন্সটল করতে হবে।


অ্যাপ এর প্লে স্টোর লিংক- Boot Animations ★ root
ব্যাস হয়ে গেলো বুট এনিমেশন পরিবর্তন!! এখন কথা হলো এনিমেশন ফাইল পাবো কোথায়?? আসলে গুগল এ সার্চ করলে অনেক গুলো পাবেন তবুও যেহেতু এখানে কষ্ট করে এই টিউটোরিয়াল টি দেখলেন তার জন্যে আমি কিছু এনিমেশন এর ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।


Download Kitkat Boot Animation- Download

Download Jellybean animation- Download
এরকম আর অনেক এনিমেশন ডাউনলোড করতে দেখতে পারেন নিচের সাইটটি।
http://androidbootanimation.com/
পোস্টটি BD DROID থেকে নেয়া হয়েছে।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.