আমাদের কথা খুঁজে নিন

   

একুশ আমার রক্ত-স্রোতে



হে...,
বাহান্নের ফেব্রুয়ারী একুশের সকল শহীদ বাঙালী বীর,
স্মৃতিতে রহিয়াছ অবিনশ্বর, রহিবে অমলিন চিরদিন
পারিবো কি করিতে শোধ তোমাদের আত্নত্যাগের ঋণ?
যে ভাষা আমায় করিয়াছে আজি কথায় কাজে ধন্য,
ক,অ, ১ ছাড়া কেহ বুঝিতনা মোরে হইতাম আমি বন্য।

ওহে...,
তোমরা লড়িয়াছ, দিয়েছো রক্ত, নিজেকে করিয়াছ দান,
তাইতো গাঁথি কথামালা, গাহিয়া চলি তোমাদের গুনগান।
শহীদ মিনার যেন বাঙালী আবালবৃদ্ধবনিতা সকল হৃদয়,
যেথায় রহিয়াছ বিনম্র শ্রদ্ধা ও অস্রুসিক্ত ভালবাসায়।
স্মৃতিতে, শিরায় রক্ত-স্রোতে, তোমরা থাকিবে বহমান,
বিশ্বমানচিত্র যতদিন বহন করিবে বাংলাদেশের অবস্থান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।