আমাদের কথা খুঁজে নিন

   

মেলাজুড়ে ভাষার চেতনা

মাতৃভাষার চেতনায় উদ্ভাসিত হয়ে আজ একুশে ফেব্র“য়ারি পালন করবে গোটা বাঙালি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি আমি কি ভুলিতে পারি’- এই গান কণ্ঠে ধারণ করে আজ শহীদ মিনারে নামবে লাখো বাঙালির ঢল। একুশের চেতনাকে লালন করে এগিয়ে চলা গ্রন্থমেলার ২০তম দিনেও লক্ষ্য করা গেছে একুশের আবহ। রংতুলির ছোঁয়ায় শরীরে ২১শে ফেব্র“য়ারি অঙ্কিত করা, কেউ বা গালে চিত্রিত করেছেন বর্ণমালা অ আ ক খ এবং বাংলাদেশের জাতীয় পতাকা। আবার কারও টি-শার্টের বুক বরাবর ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের প্রতিকৃতি।

গতকাল বিকাল থেকেই ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বারবার কানে ভেসে আসছিল ভাষার গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’। একুশের চেতনার এই গানে মেলায় আসা দর্শনার্থীদের চেতনাও অনেক গুণ বৃদ্ধি পায়। একুশে ফেব্র“য়ারির আগের দিন গতকালই একুশের আবহ ফুটে উঠেছে সমগ্র মেলা প্রাঙ্গণে। দর্শনার্থীদের হাতে হাতে বই দেখে মনে হয়েছিল একুশে গ্রন্থমেলা তার স্বার্থকতার স্বরূপ ফিরে পেয়েছে। বিক্রি বাড়ায় প্রকাশকরা খুশি।

আজ মানুষের ঢল নামবে এবং গতবারের চেয়ে এবারের একুশে বই বেশি বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন প্রকাশকরা। আজ মেলা খুলবে সকাল ৮টায়। বন্ধ হবে রাত সাড়ে ৮টায়। এই সাড়ে ১২ ঘণ্টার প্রতিটি মুহূর্তই মেলায় থাকবে মানুষের ঢল। সামাজিক ব্যবসা : বিশ্বের ধনবাদী দেশগুলো এখন আর সনাতন পুঁজিবাদে সন্তুষ্ট নয়।

তাদের অনেকে মনে করেন পুঁজিবাদের একটা সংস্কার হওয়া দরকার। এরকম বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ক্ষুদ্র ঋণের উদ্ভাবক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের কাছে তুলে ধরেছেন তার সাম্প্রতিক ‘সামাজিক ব্যবসা’ তত্ত্ব। এ তত্ত্বকে পাঠকের জন্য সহজভঙ্গি ও ভাষায় তুলে ধরা হয়েছে ‘সামাজিক ব্যবসা’ বইটিতে। এটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। আর মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা মাত্র।

আল মাহমুদের উপন্যাস : একুশে বইমেলায় এসেছে বাংলা ভাষার বিশিষ্ট কবি আল মাহমুদের একমাত্র উপন্যাস ‘ওগো বনহংসিনী আমার’। বাংলাদেশ প্রতিদিনে ধারাবাহিকভাবে প্রকাশিত উপন্যাসটি গ্রন্থ আকারে মেলায় এনেছে বইঘর। পাওয়া যাচ্ছে ২৫৮ নং স্টলে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্র“ব এষ। মূল্য রাখা হয়েছে ১৭০ টাকা।

‘ঠাকুরবাড়ির আঁতুড়ঘরে’ : ‘ঠাকুরবাড়ির আঁতুড়ঘরে’ রীতা রায় মিঠুর সৃজনশীল ভুবনের প্রথম উপন্যাস। উপন্যাসটির পাতা উল্টালে ‘লেখকের আঁতুড়কথা’য় দীর্ঘ বিবরণ মিলবে। ‘ঠাকুরবাড়ির আঁতুড়ঘরে’র সূচনা হয়েছে ভ্রমণ কাহিনীর মধ্য দিয়ে। এই ভ্রমণ ঐতিহাসিক তথ্য-ভ্রমণে পরিণত হয়েছে অতি দ্রুত। সিঁড়ি প্রকাশনের বের করা বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্র“ব এষ।

কাজী সিরাজের তিন বই : কলামিস্ট ও সাংবাদিক কাজী সিরাজের বের হয়েছে তিনটি বইÑ সত্যের মুখোমুখি, স্পষ্ট কথা ও সত্য ভাষণ। বই তিনটি প্রকাশ করেছে অনন্য প্রকাশনী এ ছাড়া কাজী শাহেদ আহমেদের শিলালিপি বের হয়েছে আগামী প্রকাশনী থেকে, বইটির মূল্য ৮০০ টাকা। আবদুল আউয়াল মিন্টুর নতুন বই : অনুপম প্রকাশনা সংস্থা বের করেছে ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর ‘বাংলাদেশ : রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতি’ বইটি। গতকাল একাডেমির নজরুল মঞ্চে বইটির মোড়ক উšে§াচন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট সাদেক খান, ব্যবসায়ী আবুল কাশেম হায়দার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, প্রকাশক মিলনকান্তি নাথ, নাসরিন আউয়াল মিন্টু ও বিএনপি নেতা লে. জে (অব.) মাহবুবুর রহমান প্রমুখ।

আজ মেলায় আসছে ‘জননী’র দ্বিতীয় সংস্করণ : দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামালের উপন্যাস ‘জননী’র দ্বিতীয় সংস্করণ আজ মেলায় আসছে। নতুন বই : গতকাল মেলায় এসেছে ১০৭টি নতুন বই। এর মধ্যে গল্প ৮টি, উপন্যাস ১৬টি, প্রবন্ধ ১০টি, কবিতা ২৫টি, গবেষণা ৪টি, ছড়া ৮টি, শিশুতোষ ৬টি, জীবনী ৫টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ১টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ২টি, ইতিহাস ১টি, রাজনীতি ১টি, চিকিৎসা ২টি, কম্পিউটার ২টি, রম্য/ধাঁধা ২টি এবং অন্যান্য বিষয়ের ওপর এসেছে ৯টি নতুন বই। এ ছাড়া নজরুল মঞ্চে উšে§াচিত হয়েছে নতুন ১১টি বইয়ের মোড়ক। মূল মঞ্চের আয়োজন : বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের উচ্চ শিক্ষার গুণগত মান : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন কবি ড. মুহাম্মদ সামাদ, ড. শাহিনুর রহমান, জিনাত হুদা অহিদ এবং মোহাম্মদ আবদুর রশীদ। সভাপতিত্ব করেন জনপ্রশাসন সচিব কবি কামাল চৌধুরী। সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফরিদা পারভীন, আকরামুল ইসলাম, শফি মণ্ডল, আরিফ রহমান, তামান্না নিগার তুলি এবং কোহিনূর আকতার গোলাপী।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.