আমাদের কথা খুঁজে নিন

   

থ্রিডি স্টক মার্কেটপ্লেসে আপলোড করুন ইনকামের রাস্তা খুলুন [ইমেজসহ বিস্তারিত টিউটোরিয়াল] (পর্ব-২)

থ্রিডি স্টক মার্কেটপ্লেস নিয়ে আমাদের প্রথম পর্বটি পাবেন এখানে
থ্রিডি স্টক মার্কেটপ্লেসে কিভাবে ত্রিডি মডেল আপলোড করবেন তাই নিয়ে আমাদের আজকের পর্ব।
সবগুলো মার্কেটপ্লেসে মডেল আপলোড করার পদ্ধতি প্রায় একই। আজ আপনাদের দেখাবো জনপ্রিয় Turbosquid.com এ মডেল আপলোড এবং পাবলিশ করার পদ্ধতি।
ধাপ ১: যে মডেলটি মার্কেট প্লেসে আপলোড করতে চান তা প্রথমে তৈরী করুন এবং বিভিন্ন ফাইল ফরম্যাটে (যেমন; 3ds, obj, fbx, dwg, c4d) মডেলটি এক্সপোর্ট করুন। আপনি ফাইল এক্সপোর্ট করার পদ্ধতি জেনে থাকলে ১.১ ধাপটি স্কিপ করুন।


১.১ বিভিন্ন ফাইল ফরম্যাটে মডেল এক্সপোর্ট করা খুবই সহজ, এজন্য ম্যাক্স মেনু থেকে এক্সপোর্ট অপশন সিলেক্ট করুন। এ কাজটি কিবোর্ড থেকে Alt+F+E বাটন চেপেও করা যায়। এরপর ফাইল ফরম্যাট চ্যুজ করে কাঙ্খিত নামে সেভ করুন।

ধাপ ২: মডেলের নামে নাম দিয়ে একটি ফোল্ডার তৈরী করে নিচের ফাইল গুলো একত্র করুন। ফোল্ডার তৈরীর কাজটি আগেও করে নিতে পারেন।

যাইহোক চলুন তবে দেখে নিই ফোল্ডারটিতে কি কি ফাইল থাকবে।

প্রয়োজনীয় ফাইল:
১. মেইন ফাইল (অর্থাৎ 3ds max এর মেইন ফাইল অর্থাৎ ফাইলনেম.max)
২. অন্যান্য ফাইল ফরম্যাট (যেমন; 3ds, obj, fbx, dwg, c4d)
৩. রেন্ডারিং ইমেজ অথবা মডেলের স্ক্রিনসট।
৪. রেন্ডারিং এ ব্যবহৃত বিভিন্ন টেক্সচার ফাইল (যদি থাকে)
ধাপ ৩: এবার মেইন ফাইল, অন্যান্য ফরম্যাটের ফাইল, টেক্সচারিং এর ম্যাপ ফাইল গুলো উইনরার এর মাধ্যমে কমপ্রেস করুন এবং কমপ্রেস ফাইলগুলি রিনেম করুন নিচের মত করে।
=>  ফাইলনেম_ফাইলফরম্যাট.rar
যেমন: wheel_max.rar
wheel_3ds.rar, wheel_obj.rar
অর্থাৎ ম্যাক্স ফাইলকে ফাইলনেম_max.rar নামে, 3ds ফাইলকে ফাইলনেম_3ds.rar, obj ফাইলকে ফাইলনেম_obj.rar এভাবে রিনেম করুন।
ফাইলনেম রিনেম করার জন্য উপরের ইমেজটি আরেকবার লক্ষ্য করুন

আপনার মডেলটি এখন আপলোড করার জন্য প্রস্তুত।


ধাপ ৪: এবার Turbosquid.com এ আপনার আইডি দিয়ে লগ ইন করুন। আইডি না থাকলে এখান থেকে খুলে নিন।
ধাপ ৫: এবার Publisher ট্যাবে ক্লিক করুন। এরপর publish product এ ক্লিক করুন। এতে নিচের মত একটি পেজ দেখতে পাবেন।



Step 1এখানে Upload Files এ ক্লিক করে মেইন ফাইল এবং অন্যান্য ফরম্যাটের ফাইলগুলো আপলোড করুন। এবং Product Specifications এ আপনার বিভিন্ন তথ্য আপডেট করুন।

এরপর Step 2 [presentation images] তে যান এবং upload thumbnails এ ক্লিক করে আপনার রেন্ডার ইমেজ অথবা মডেলের স্ক্রিনশট আপলোড করুন। আপলোড শেষ হলে নিচের মতো দেখাবে।

এরপর Step 3 [description & license]  তে যান এবং প্রয়োজনীয় ফ্লিড গুলো পূরণ করুন।



Step 4 এটা অপশনাল।
সবশেষে Publish বাটনে ক্লিক করুন। সবগুলো ধাপ সুন্দর ভাবে অনুসরন করলে আপনার মডেলটি পাবলিশ হবে এবং কনফার্মেশন ম্যাসেজ দেখাবে।

ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.