আমাদের কথা খুঁজে নিন

   

ফিনল্যান্ড এর নাগরিকত্ব

দুর্বার প্রতিক

ফিনল্যান্ড এর নাগরিকদের (যারা নতুন নাগরিকত্ব পেলেন কিংবা সাধারণ জনগণ, তাদের সবাইকেই) একটি নির্দিষ্ট বয়স সীমার মধ্যে জাতীয়ভাবে কমপক্ষে ৬ মাসের একটা সামরিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক, অন্যথায় তাদেরকে সামাজিক নানামুখী voluntary মূলক কর্মকান্ডে যুক্ত হতে হয়, "হয় সামরিক শিক্ষা কিংবা সামাজিক উন্নয়নমূলক/ সেবামূলক শিক্ষা" :- যে কোনো একটা গ্রহণ করতেই হবে। শুধু ফিনল্যান্ড নয়, ইউরোপ এর বহু দেশে, আমারিকা এবং ইসরাইলের জনগনদেরও এই বাধ্যতামূলক শিক্ষা জাতীয়ভাবেই গ্রহণ করতে হয়।

আর (ইহুদি + খ্রীস্টান- নাসারা অধ্যুষিত বেশিভাগ দেশের) এই বাধ্যতামূলক কর্মকান্ডের সবচেয়ে বড় উদ্দেস্য হলো :- দেশের জাতীয় সম্প্রীতি ও নিরাপত্তা সমুন্নত রাখা / দেশের প্রতিকুল অবস্থায় কিংবা যুদ্ধের সময় প্রতিটি জনগনের যোগ্য অংশগ্রহন সুনিশ্চিত করা।

আফসোস :- "পেট মোটা" মুসলিমরাই এই "ভুলে যাওয়া সুন্নাহ" গ্রহণে ও জাতীয় নিরাপত্তাতে আপামর জনগনকে অবলীলায় অংশগ্রহণ করাতে/প্রস্তুত করে তোলাতে ব্যর্থ। রাসুলের (সা) এর বলে দেওয়া "অশ্ব চালনা ও তীর ছোড়ার শিক্ষা " গ্রহণে আমরা ব্যর্থ হলেও বিধর্মীরা ঠিকই এই সুন্নাহের অনুশীলন করে যাচ্ছে। আফসোস সেই সকল মুসলিম বনিতার জন্যও, যারা জ্ঞান থাকবার পরেও এই সকল উত্তম বানীগুলো অবজ্ঞা করে যায়/এড়িয়ে চলে/অপরকে জানাতে অনিচ্ছুক !!!

কাল এরা প্রস্তুত তো "নিজেদের জবাবদিহিতার মঞ্চে" জবাব দিতে ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.