আমাদের কথা খুঁজে নিন

   

চাকরি না পাওয়ার শাপে তিনশ’ কোটির বর

চাকরির সন্ধানে থাকা অ্যাকটনকে টুইটার আর ফেইসবুক ফিরিয়ে দিলেও হাল ছাড়েননি হোয়াটসঅ্যাপের এই প্রতিষ্ঠাতা।
সালটা ২০০৯, হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন তখন চাকরি খুঁজছেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে। অ্যাকটনকে ফিরিয়ে দেয় বর্তমান বাজারের দুই শীর্ষ সোশাল নেটওয়ার্কিং সাইট টুইটার ও ফেইসবুক। শেষ পর্যন্ত সাবেক ইয়াহু সহকর্মী জন কুমের সঙ্গে নতুন এক স্টার্টআপ চালু করেন অ্যাকটন। ওই স্টার্টআপ থেকেই আজকের বহুল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপের সূচনা।

যাকে বুধবার ফেইসবুক কিনে নিয়েছে ১৯ বিলিয়ন ডলারে।
অ্যাকটনকে ফিরিয়ে দিয়ে ফেইসবুক যে ভুল করেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সেই ভুলের মাশুল দিতেই যেন হোয়াটসঅ্যাপ কিনতে ১৯ বিলিয়ন ডলার খরচ করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ওই ১৯ বিলিয়ন ডলারের মধ্যে ৩ বিলিয়ন (তিনশো কোটি) ডলার পাচ্ছেন অ্যাকটন।
মজার ব্যাপার হচ্ছে প্রায় পাঁচ বছর পার হলেও টুইটার আর ফেইসবুকে চাকরি পেতে ব্যর্থতা পর অ্যাকটনের করা টুইটগুলো এখনও রয়ে গেছে টুইটারে।

আর ফেইসবুক হোয়াটসঅ্যাপ কিনে নিচ্ছে এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই অ্যাকটনের ওই পুরানো টুইটগুলো খুঁজে বের করেছেন একাধিক টুইটার ব্যবহারকারী। এক মধ্যেই কয়েক হাজার ব্যবহারকারী রিটুইট করেছেন অ্যাকটনের ওই পোস্টগুলো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.