আমাদের কথা খুঁজে নিন

   

দল নিয়ে মুশফিকের দুশ্চিন্তা

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “হতে পারি আমরা এশিয়া কাপের গত আসরের রানার্স-আপ। কিন্তু এমন খেললে আফগানিস্তানের বিপক্ষেও আমাদের ভুগতে হবে। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ খুব জরুরি। ”

হারের মধ্যে থাকা দলে অনেক সমস্যাই চোখে পড়ছে অধিনায়কের। তিনি বলেন, “এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে।

অনেকে ছন্দে নেই। ব্যাটসম্যানরা সেট হওয়ার পর বাজে আউট হয়ে ফিরছে। ভাগ্যও সঙ্গে নেই। এগুলো আমাদের জন্য সতর্কবার্তা। ”

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুটো ওয়ানডে সিরিজে জিতলেও শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হওয়ার পর মুশফিকের উপলব্ধি, “ঐ দুটো সিরিজে জিতলেও আমরা অনেক ভুল করেছিলাম।

এখন আমাদের ক্যাচিং, ব্যাটিং আর ডেথ বোলিংয়ে উন্নতি করতে হবে। ”

সাকিব আল হাসান ও তামিম ইকবালের অভাব অনুভব করছেন মুশফিক। ঘাড়ের ব্যথার জন্য তামিম এই সিরিজে খেলতে পারেননি। আর অশোভন আচরণের দায়ে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়া সাকিব ছিলেন না শনিবারের ম্যাচে। সাকিবের আচরণ নিয়ে অধিনায়ক হিসেবে মুশফিক নিজেও সবার কাছে ক্ষমা চেয়েছেন।



সংবাদ সম্মেলনে তৃতীয় ওয়ানডেতে সহজ জয়ের জন্য বোলারদের এবং শতক করা কৌশল পেরেরাকে কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

তিনি বলেন, “এক সময় বাংলাদেশের স্কোর ছিল ১৮০/৪। সেখান থেকে আড়াই শ’র নিচে ওদের আটকানোর কৃতিত্ব বোলারদের। ব্যাটিংয়ে সিনিয়র কেউ না থাকায় তরুণ কারো এগিয়ে আসার দরকার ছিল। ঠিক সেই কাজটিই করেছে কৌশল।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।