আমাদের কথা খুঁজে নিন

   

জলের গহীনে যাই, হাতের মুঠোয় পাই টসটসে সোনালী দানার ফল // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

জলের গহীনে যাই__রঙিন মাছের ঝাঁক খেলা করে চোখের সমুখে
হাতের মুঠোতে আটকে পড়ে স্পর্শের কিছু রুপোলী মাছ
ভালোবাসারা বড় প্রফু্ল্ল হয়ে ওঠে চোখে মুখে
কী উচ্ছল সাঁতার কাটে রক্তের অন্তগুঢ়ে সাদা সাদা হাঁস।

ঘাণি টানে কে যেন আমার বোধের ভিতর
বিন্দু বিন্দু খাঁটি সরিষার তেল চুযেঁ ছুঁয়ে পড়ে ভালোলাগার ধারাপ্রপাতে
ভালোবাসার ভেতর উচ্ছল পাখনায় কে যেন কাটে সাঁতার
আনন্দলোকে আজ মাছগুলো উজোয় এই নিঝুম অন্ধকারের রাতে।



মাছের গর্তে হাত রেখে আমি ধরতে যাই অনুভবের নীলফড়িং
মাছের স্পর্শেই আমি কাতর হই আজ মোহন রাতে
কেন্দ্রে আবার আবহমান এক বেতারকেন্দ্র থেকে বেজে ওঠে রিং
কে যেন আমাকে গোলাপ দেয় মেহেদী রাঙা হাতে।

জলের গহীনে যাই, হাতের মুঠোয় পাই টসটসে সোনালী দানার ফল
আজ রাতে রিনিঝিনি বেজে পৃথিবীর সেরা রূপসীদের মল।
২৩০২.২০১৪


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।