আমাদের কথা খুঁজে নিন

   

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ রোববার এই তফসিল ঘোষণা করেন।

একইসঙ্গে টাঙ্গাইল-৮ আসনের উপ নির্বাচন ২৩ মার্চ থেকে পিছিয়ে ২৯ মার্চ নেয়া হয়েছে।

সিইসি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ। ৬ মার্চ যাচাই বাছাইয়ের পর ১২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ।

ইসি কর্মকর্তারা বলছে, ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

(বিস্তারিত আসছে)


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।