আমাদের কথা খুঁজে নিন

   

আবার সাফের সভাপতি সালাউদ্দিন

এই পদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি সালাউদ্দিন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।

সাফ চিঠি দিয়ে বাফুফেকে জানিয়েছে, তাদের সভাপতি পদে সালাউদ্দিন ছাড়া আর কোন প্রার্থী নেই।

এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, “আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় আমিই একমাত্র প্রার্থী। অবশ্য এ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ”

রোববার সাফের চিঠি পাওয়ার কথা জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়া সাফ সভাপতি পদে আর কোনো প্রার্থী নেই।

সাফ থেকে চিঠি দিয়ে এ কথা আমাদের জানিয়ে দেয়া হয়েছে। ”

গত ১৩ ফেব্রুয়ারি সাফ সভাপতি পদে সালাউদ্দিন মনোনয়নপত্র জমা দেন। ১৭ ফেব্রুয়ারি শেষ দিন পর‌্যন্ত আর কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।

তবে এখনই সাফ সালাউদ্দিনকে সভাপতি ঘোষণা করছে না। আগামী ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় কংগ্রেসে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।



এর আগে ২০০৮ সালেও সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালে পরের নির্বাচন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০১৩ সালের সেপ্টেম্বরে চলে যায়।

গত ১০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সাফের সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ২০১৪ সালের ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় কংগ্রেসে সাফের পরবর্তী নির্বাচন হবে। তবে আর কোনো প্রার্থী না থাকায় আবারো দায়িত্বটা পাচ্ছেন সালাউদ্দিন।

সাফের কংগ্রেসে তিনটি সহ-সভাপতি পদে অবশ্য নির্বাচন হবে।

সেজন্য শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও ভুটান থেকে চার জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাধারণ সম্পাদক হবেন বেতনভুক্ত। কংগ্রেসে সবার সম্মতিতে সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে। পাশাপাশি আট দেশ থেকে আট জন সদস্য মনোনীত হবেন।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.