আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণলতা জমেছে আগোছালো...

মায়া লাগাইসে...পিরিতি শিখাইসে…দেওয়ানা বানাইসে… কি জাদু করিয়া বন্দে…মায়া লাগাইসে…...... ঝুপড়ি গাছের ওপর স্বর্ণলতা জমেছে বেশ আগোছালো... ঠিক যেমন মনের আঙিনায় তোমার স্মৃতিগুলো! চঞ্চল হলুদ প্রজাপতিটা এখনো ভেসে বেড়ায় বিকেলের রোদে... আর ঘাসফুল রঙা কষ্টগুলো বাতাসে দোল খায় থেকে থেকে! কিনতু কোথায় যেন কি একটা নেই!! জানো!! এখন আর ঝুম বৃষ্টিতে ভিজে চড়ুইগুলো আমার জানালার কার্নিশে এসে বসেনা... আর আমার রুমের ঘুলঘুলিতে ওদের খড়কুটোয় তৈরি ভালোবাসার যে ছোট্ট বাসাটা ছিলো! সেটাও শুন্য পড়ে আছে সেই কবে থেকে....! আচ্ছা! তবে কি পাখিরাও এখন আর..... নীল হৃদয়ের মানুষের সঙ্গ ভালোবাসেনা?? ....................................................................  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।