আমাদের কথা খুঁজে নিন

   

আফগান যুদ্ধ যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের সú

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, 'দেশটির চলমান যুদ্ধ আফগানিস্তানে নিজের স্বার্থের কথা মাথায় রেখে হচ্ছে না।' ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যে যুদ্ধে আফগানরা নিহত হচ্ছেন তা আমাদের যুদ্ধ নয়।'হামিদ কারজাইয়ের উত্তরসূরি ঠিক করতে নির্বাচনের মাত্র এক মাস আগে রবিবার প্রকাশিত এই সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, সেপ্টেম্বর ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে চলতে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধটি (১২ বছর) মার্কিন এবং পশ্চিমাদের স্বার্থে'। প্রসঙ্গত, ২০১৪ সালের পর আফগানিস্তানে মার্কিন সেনাদের দায়মুক্তিসহ অবস্থান সংক্রান্ত একটি চুক্তি সইয়ে কারজাই রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় হোয়াইট হাউস। পেন্টাগনকে সব সেনা ফিরিয়ে আনতে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অবশ্য প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন আফগান সরকারের সঙ্গে চুক্তি সইয়ের বিষয়টি এখনো উন্মুক্ত রেখেছে ওয়াশিংটন। আর তার উত্তরসূরির সঙ্গেই চুক্তিটি সই 'আমেরিকার জন্য ভালো' হবে বলে মন্তব্য করেছেন কারজাই। চুক্তি সইয়ের আগেই আমেরিকাকে অবশ্যই দ্রুততম সময়ে তালেবান যোদ্ধাদের সঙ্গে আলোচনায় বসা এবং আফগান বাড়িঘরে অভিযান ও বোমা হামলা বন্ধ করার ওপর জোর দেন তিনি। এ সময় আমেরিকান সৈন্যদের অভিযানে আফগান নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় খুবই বিব্রতবোধ করার কথা জানান দেশটির প্রেসিডেন্ট। আল-জাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.