আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় যুগ্ম-সচিবসহ ছয়জনের বিরুদ্ধে দুদক

বগুড়ার শেরপুর উপজেলায় প্রায় ১৯ লাখ টাকার সরকারি জমি অবৈধ উপায়ে রেজিস্ট্রি করার অভিযোগে যুগ্ম-সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক ফারুক আহমেদ গতকাল সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, শেরপুরের শেরুয়া এলাকার আবদুল গফুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ইফতেখারুল ইসলাম খান, সাবেক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মহসীন আলী, ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, শেরপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুস সাত্তার ও সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এএসএম মোশারফ হোসেন। দুদক বগুড়া অফিস সূত্রে জানা গেছে, তথ্য বিকৃত ও সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধার বিনিময়ে ২০১০ সালে শেরপুরের শেরুয়া এলাকার কয়েকখণ্ড সরকারি জমি একই এলাকার আবদুল গফুর নিজ নামে রেজিস্ট্রি করেন। এই অবৈধ কাজে সহায়তার অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক ফারুক আহমেদ গতকাল সদর থানায় এই মামলাটি দায়ের করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.