আমাদের কথা খুঁজে নিন

   

নারীর ঘ্রাণে ফুটে থাকে দেহের লতাপাতা ফুল আর আনন্দের বৃক্ষ // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

অনিবার্য এক হাওয়ার জালের ভেতর আটকা পড়ি__
এক সুতোহীন ঘেরের অভ্যন্তরে আটকে পড়ি যেন একটি বল প্রাচীরঘেরা এক সীমানায় __
প্রতিদিন এক রূপসী আসে কাছে__শরীরহীন নারী
আমি তাকে পাগল করে তুলি প্রথম যুবকের ভালোবাসার প্রবলতায়।

যতবার নারীর মুখ থেকে বুক থেকে মুখ তুলে নিই
হাওয়ার নারী আমার চাদরের মতোন মুড়িয়ে ধরে
নারীর শরীর থেকে মুখ ঘোরাতেই
আমাকে ঘিরে ধরে এক কঠিন কঠোর পাষাণ যাদুকরে।



নারীর শরীরে আমি তবু পুঁতে দেই ভালোবাসার শস্যদানা
নারীর ঘ্রাণে তবু ফুটে থাকে দেহের লতাপাতা ফুল আর আনন্দের বৃক্ষ
নারীর স্পর্শেই তবু বড় উর্বর হয় আমার বুকের ক্ষুধিত ভালোবাসা খানা __
তবু অনিবার্য এক অমোঘ শক্তির বলে প্রয়োজন হয়ে পড়ে নারীর বক্ষ।

কে আমার কঠোর কঠিন রশির টানে মাধ্যাকর্ষণে নিয়ে যায কেন্দ্রে,
আমি অবশ হয়ে আসি, মনে হয় গ্রহণ লেগেছে যেন চন্দ্রে। ....
২৫.০২.২০১৪





অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।