আমাদের কথা খুঁজে নিন

   

শরীরের ভেতর পাওয়া গেল ৪২ মুক্তা!



ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সয়ে যাও/ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও- আবুল হাসানের কবিতায় ঝিনুকের মুক্তাধারণের এ বৃত্তান্ত পাওয়া যায়। সম্প্রতি চীনে দেখা গেল এক ভিন্ন ঘটনা; এক ব্যক্তি শরীরে মুক্তা ধারণ করছেন। অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে পাওয়া গেল ৪২টি মুক্তা।


চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে ঝো (৬১) নামের এক ব্যক্তির দেহ থেকে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে এ মুক্তাগুলো বের করে আনেন। পায়ের অসহ্য ব্যথা থেকে রক্ষা পেতে ওই ব্যক্তি শরীরের বিভিন্ন অংশে এ মুক্তাগুলো ঢুকিয়েছিলেন।

মঙ্গলবার ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, নিয়ানলুন অর্থোপেডিকস হাসপাতালের চিকিৎসকরা ঝোয়ের কোমর, নিতম্ব ও পায়ে ছুরি চালিয়ে মুক্তাগুলো বের করেন।


ঝো কয়েক বছর ধরে মেরুদন্ডের নিম্নাংশ ও পায়ের ব্যথায় ভুগছিলেন। তার এক বন্ধু তাকে হুনান প্রদেশের উয়াইয়াং এলাকার এক চিকিৎসকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই চিকিৎসক জোয়ের শরীরে ৪২টি মুক্তা ঢুকিয়ে চিকিৎসা করতে বলেন। এ চিকিৎসা পদ্ধতিতে এক আত্মীয় সুস্থ হয়েছেন জেনে ঝোও ২০১১ সালে এ চিকিৎসা নেন।

গত বছর থেকে তিনি পায়ে এত তীব্র ব্যথা অনুভব করেন যে আর হাঁটতে পারছিলেন না। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে মুক্তার উপস্থিতি দেখেন।

আরো পড়ুনঃ
হাসি দেখে চিনে নিন নারী
ইন্টারনেট ও মোবাইল ফোনে রাজধানীতে দেহ ব্যবসা
জেনে নিন কোন জেলার মেয়েরা কেমন? Woman of Bangladesh
কিভাবে বুঝবনে আপনার স্ত্রী পরকীয়া করছে
মেগা পোষ্ট ! সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।