আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের সামান্য ডিস্টার্ব দেই। শুনলাম (পলাশ মাহমুদ বলছে, তাই একটু দিধায় আছি) ইবুক রিডার দিয়ে একবার চার্য দিয়ে নাকি ৩-৪ সাপ্তাহ এক নাগারে ৬-৭ ঘন্টা করে বাংলা পিডিএফ বই পড়া যায়। আধা ঘন্টা চার্য দিলেই নাকি চার্য ফুল হয়ে যায়। আমি সিম্ফনির টি৮আই টেবলেট টা কিন

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipooka.com/

আপনাদের সামান্য ডিস্টার্ব দেই।
শুনলাম (পলাশ মাহমুদ বলছে, তাই একটু দিধায় আছি) ইবুক রিডার দিয়ে একবার চার্য দিয়ে নাকি ৩-৪ সাপ্তাহ এক নাগারে ৬-৭ ঘন্টা করে বাংলা পিডিএফ বই পড়া যায়। আধা ঘন্টা চার্য দিলেই নাকি চার্য ফুল হয়ে যায়।

আমি সিম্ফনির টি৮আই টেবলেট টা কিনেছি।

চার্য নিয়া বিশাল সমস্যায় আছি। ৭-৮ ঘন্টা চার্য দিয়ে ফুল হয়, ৫-৬ঘন্টাও চলে না। এইটা আবার আধাআধি বেদখল হয়ে গেছে আমার মেয়ে কর্তিক। সে এটা দিয়ে গেইম খেলে। তাই ভাবতেছি বই পড়ার জন্য একটা ইবুক রিডার কিনবো।



তাই যারা এই বস্তু ব্যবহার করেছেন তাদের কাছে জানতে চাই-
১। বাংলা বই যেগুলি (স্কেনিং) পিডিএফ করা আছে সেগুলি কি পড়া যাবে?
২। ডিসপ্লেতে নাকি আলো থাকে না, যেমনটা ট্যাবে থাকে?
৩। ফুল চার্য হতে কত সময় লাগে?
৪। একবার চার্য হলে কতটা সময় একটানা বই পড়া যাবে?
৫।

কম্পিউটার থেকে সরাসরি বই নেয়া যাবে (ক্যাবল দিয়ে)? নাকি নেট লাগবে?

উত্তরের অপেক্ষায় রইলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.