আমাদের কথা খুঁজে নিন

   

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল জুই

মাদারীপুরের কালকিনিতে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী জুই।

আজ দুপুরে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে বিয়ে ভেঙে দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৭৬নং কয়ারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও বরচর কয়ারিয়া গ্রামের জুয়েল সিকদারের মেয়ে জুইকে (১২) পাশের রামারপোল গ্রামের মিরাজের (২০) সঙ্গে বিয়ে নিবন্ধনের জন্য আজ দুপুর নির্ধারিত হয়। খবর পেয়ে বরপক্ষ আসার আগেই উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও স্কুলশিক্ষক শাহাবুদ্দিন কনের বাড়িতে উপস্থিত হয়ে তার বাবা-মাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন।

এ সময় কনে জুই পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য সকলে সহযোগীতা প্রত্যাশা করেন। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।