আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে একবার খুন করো,তোমাকে সহস্র রাত কাঁদাব

ন্যায় অন্যায় বুঝিনে, জানি শুধু তোমারে!!


তাই হোক,কবির মত খুন হয়ে যাবো সুখের নেশায় ।
বনলতা,সুরঞ্জনা,লাবণ্যের মতো আরও নীল বিষের পেয়ালায় ।
হারিয়ে যেতে চাই আকাশে,পাতালে,ভূমিতে,বক্ষে ভীষণ অবেলায় ।

অবশেষে এ ফাগুনে মহা আগুনে হৃদয় পুড়ে খাক !
কি যে তার মুচকি হাসি,ঠোঁট বাকানো,মরবো নাকি আজ ?
কেমন করে চোখ চেয়ে সে কেমনে আঁখি লোটে,কি যে কারুকাজ !
মুখ যেন তার বিষাদ গিরি,আমার বাড়ি,শখের দীর্ঘশ্বাস ।

আমার প্রতি অভিমানে মণ পোড়ায় ঘরের কোণে,কি যে সর্বনাশ !
দৌড়ে গিয়ে ছাদে দারায়,আমারে কি দেখতে পায় ভীষণ বরষায় !
আমার খোঁজে ঘুড়ি উড়ায়,বাতাস যোগে চিঠি পাঠায়,দেখা করতে চায় !
পাগল ভেবে দূরে সরায়,একা একা স্বপ্ন সাজায়,বেলা অবেলায় ।
সে আমারে দূরে রাখে,দূরে থাকার নাটক করে,আজব নাট্যকার ।
মন পবনে নাও ভাসিয়ে,পালের সুতো নিজেই কেটে একলা তরী বায় ।
আমারে সে আবিস্কারে,মানচিত্রে চোখ বুলায়ে-
চুলের কাটা হাতে লয়ে যুদ্ধে নেমে আমারে তাড়ায় !



উৎসর্গ- তোমাকে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.