আমাদের কথা খুঁজে নিন

   

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২০

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কলরোয়া উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- আমজাদ (১৮), হাসানুজ্জামান (৩০), আছাবুর (৩০), সোহেল (২০), মইনুল হক চৌধুরী (৫০), অঞ্জনা (৩৫), আকলিমা (২৫), বাসের হেলপার হাফিজুল, বর্ষা (৪), কালিগঞ্জের সিরাজুল (৪০), তার স্ত্রী রোজিনা (৩৫) ও তাদের শিশু কন্যা মীম।

এর মধ্যে কালিগঞ্জের সিরাজুল (৪০), তার স্ত্রী রোজিনা (৩৫) ও তাদের শিশু কন্যা মীম ও হেলপার হাফিজুলের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে সংগ্রাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনশী মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।