আমাদের কথা খুঁজে নিন

   

কলারোয়ায় শিবির-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়। আহত শিবির কর্মী মুকুল হোসেন (২৫) ক্ষেপপাড়া গ্রামের জামায়াত কর্মী ওজিয়ার রহমানের ছেলে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ক্ষেপপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়, বিকেলে ক্ষেত্রপাড়ায় শিবিরের ৮/১০ জন নেতাকর্মী নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে তিন রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে শিবির কর্মী মুকুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।