আমাদের কথা খুঁজে নিন

   

গুরুত্ব পাবে জঙ্গি ইস্যু

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন। তার এই আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যস্ত হয়ে উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবকটি দফতর। আগামী ১৩ মার্চ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করবেন। গতকাল অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি ময়মনসিংহের ত্রিশাল থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির দণ্ড পাওয়া জঙ্গিদের ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বৈঠকে এ বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে। এ ছাড়া মহাজোট সরকারের গত পাঁচ বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলবেন। তিনি কর্মকর্তাদের দিকনির্দেশনাও দেবেন। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও শেখ হাসিনা এর আগে কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাননি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী ছিলেন। আর গত মহাজোট সরকারের মেয়াদে এই মন্ত্রণালয় সামলিয়েছেন একজন পূর্ণ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। গত ১২ জানুয়ারি তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে এই প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো পূর্ণ মন্ত্রী পায়নি। শুরুতেই এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তেজগাঁও থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামালকে। সূত্র জানায়, সরকার গঠনের দুই মাসের মাথায় ১৩ মার্চ প্রধানমন্ত্রী অফিস করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে। ওইদিন তিনি মন্ত্রণালয় এবং এর অধীন সব দফতরের ঊধর্্বতন কর্মকর্তা, পুলিশ, বিজিবিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিনের বৈঠকে জঙ্গিদের বিষয় ছাড়াও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, তাদের বাড়িঘরে হামলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে মন্ত্রণালয়ে নানারকম প্রস্তুতি শুরু হয়েছে। বেড়েছে কাজের চাপ। বিভিন্ন শাখা তাদের কর্মকাণ্ডের নথি তৈরিতে ব্যস্ত। মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর সামনে একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। তাকে অবহিত করা হবে মন্ত্রণালয়ের কাজ সম্পর্কে। এ ছাড়া গত পাঁচ বছরে এবং বর্তমান সরকারের দুই মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী কী কাজ করেছে তার একটা খতিয়ানও দেওয়া হবে প্রধানমন্ত্রীকে।

জানা গেছে, গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির যে সভা অনুষ্ঠিত হয়েছে সেটিও ছিল প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে। এ সভায় বিগত মহাজোট সরকারের সময় যে ৩৪টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊধর্্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্র্রীর আগমনের ফলে মন্ত্রণালয়ের চেহারাই পাল্টে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.