আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা নির্বাচন জনপ্রিয়তা যাচাইয়ের মাপকা

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উপজেলা নির্বাচনের ফলাফল দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাই করা যাবে না। মানুষ চায় বিএনপি একটু খুশি থাকুক, শান্তিতে থাকুক, আন্দোলন না করুক, কিছু দিন আন্দোলন না করায় জনগণ উপজেলা নির্বাচনে তাদের ভোট দিয়ে খুশি করেছে।

জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রবিজ্ঞান সমিতি আয়োজিত গোলটেবিল আলোচনায় গতকাল এ কথা বলেন তোফায়েল আহমেদ। অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত, অধ্যাপিকা ড. খুরশীদা বেগম, সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ। তোফায়েল আহমেদ বলেন, উপজেলা নির্বাচনে সরকার কোনো ধরনের মেকানিজম করেনি। তার প্রমাণ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ঘাঁটি রংপুরের মতো জায়গায় বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতেছেন। এ ছাড়াও যেসব এলাকায় দীর্ঘদিন আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন সেখানে এবার বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। তিনি বলেন, এতে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার পাঁচ বছরের জন্য দায়িত্ব নিয়েছে, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে সরকার এ মেয়াদ পূর্ণ করবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.