আমাদের কথা খুঁজে নিন

   

হাবিপ্রবিতে বাংলাদেশ রসায়ন সমিতির সম্মেলন

“খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা” এ নিয়ে শনিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ উদ্যেগে অনুষ্ঠিত দিনব্যাপী ৩৬তম বাংলাদেশ রসায়ন সমিতির বার্ষিক সম্মেলন হয়।

 

এ সম্মেলনে প্রায় ১৫০টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়। ভারত, স্পেন, মালয়েশিয়াসহ দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন বিজ্ঞানীরা মৌখিক উপস্থাপন এবং পোস্টার উপস্থাপনের মাধ্যমে তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

 

সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. বলরাম রায় এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথিব রক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও বিশষ্টি বিজ্ঞানী প্রফেসর ড. শরীফ এনামুল কবির।সম্মেলনে বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব অপরিসীম।  দেশের টেকসই উন্নয়নে ও প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তায় রসায়নবিদদের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সেই সাথে কৃষকদের কৃষি কাজে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।