আমাদের কথা খুঁজে নিন

   

Rainbow Eucalyptus - রঙিলা বৃক্ষ

আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি।


Rainbow Eucalyptus যেন শিল্পির হাতে আঁকা তেলচিত্র। প্রকৃতির ভাজে ভাজে যে অপার বিষ্ময় লুকিয়ে আছে তার এক অনন্য উদাহরণ এই Rainbow Eucalyptus।

গোটা পৃথিবীতে মোট ৭০০ প্রজাতির মতো Eucalyptus পাওয়া যায়। তার মধ্যে ৯প্রজাতির Rainbow Eucalyptus বর্তমানে অষ্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, পিলিপাইন এবং ইন্দোনেশিয়ায় দেখা যায়।

Eucalyptus এর মধ্যে Rainbow Eucalyptus এর কদর সবচাইতে বেশি হয়ে থাকে এর দৃষ্টিদন্দন রঙের ছড়াছড়ির জন্য। বর্তমানে পৃথিবীর অন্যন্য দেশেও এর কৃত্রিম চাষাবাদ হয়ে থাকে। তবে এর চাষের জন্য গরম এবং ভেজা আবহাওয়ার প্রয়োজন হয়ে থাকে। প্রচুর পানি সেচেরও ব্যবস্থা থাকা জরুরী। এর চাষাবাদ প্রণালী এবং দামদস্তর নিয়েও বিভিন্ন ওয়েবসাইটেরও প্রকাশ ঘটেছে ইতিমিধ্যে।











শুরুতে Rainbow Eucalyptus এর কান্ডগুলো সবুজ রঙের হয়ে থাকে। পরবর্তীতে গাছের বয়স বাড়ার সাথে সাথে কান্ডগুলো নীল, বেগুনি এবং শেষে লালবর্ণ ধারণ করে। এছাড়া হলুদ ও কমলা রঙেরও দেখা মিলে।





























কাগজ শিল্পে এর ব্যাপক ব্যবহার লক্ষ্যনীয়। কেননা এটি দ্রুত বৃদ্ধি পায়।

২৫ বছরের মধ্যেই এটি ৪০ মিটার (১৩০ফুট) পর্যন্ত লম্বা হতে পারে। আর মরে যাওয়ার আগে এটি আরো ২০মিটার (৬৫ফুট) বাড়তে পারে।









Rainbow Eucalyptus এর ফুল



Rainbow Eucalyptus এর বীজ



পোস্টটি মোস্তফা কামাল পলাশ ভাইয়ের এই পোস্টটি পড়ে Rainbow Eucalyptus নিয়ে অগ্রহ জন্মানোর ফলে লেখা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।