আমাদের কথা খুঁজে নিন

   

Walton Primo V1-১৩ মেগা পিক্সেল ক্যামেরা, ২ জিবি রেম, ১.৭ GHz প্রসেসর

ওয়াল্টন এবার আরও একটু নতুন ফোন তাদের স্মার্ট-ফোন ক্যাটাগরি তে যোগ করতে যাচ্ছে জাতে আছে ১৩ মেগা পিক্সেল মেইন ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ জিবি রেম, ১.৭ GHz প্রসেসর । এটির আরও অনেক সুন্দর , আকর্ষণীয় এবং শক্তিশালী ফিচার আছে । এটিতে ৩ জি ও সাপোর্ট করবে যা এখন কার ব্যবহারকারী দের সব চেয়ে বড় চাওয়া । তারা এই ফোন টি গত কাল তাদের ফেসবুক ফেন পেজ মাধ্যমে ঘোষণা করেছেন সাথে এটির কি কি ফিচার থাকবে তাও আলোচনা করেছেন । আশা করি ফোন টি খুব তাড়াতাড়ি বাজারে পাওয়া যাবে ।

  এটি অনেক টা Primo S2 এর ফিচার গুলোর মতো । চলুন দেখে নেই এই ফোন টি তে কি কি ফিচার থাকছে ।
Walton Primo V1 Specs, Features, Details and Hands on Review
(Processor) প্রসেসর ঃ 1.7 GHz Quad Core
(RAM) রেমঃ ২ জিবি এই টাই মনে হয় সব চেয়ে বড় ফিচার
(3G) ৩ জি নেটওয়ার্ক সাপোর্ট
(4G) ৪ জি ঃ নো , ৪ জি থেকে ও কোন লাভ নাই কারণ বাংলাদেশ এ এখনো ৪ জি আসে নাই তাই না থাকাই ভালো ।
(GPU) জিপিইউঃ 305 GPU
(OS) অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন , আমার মনে হয় এই জিনিস টা ওয়াল্টন একদম সঠিক করতে পারে নাই তাদের উচিৎ ছিল কিটকাট আপডেট করা । আশা করি তারা কিটকাট আপডেট এর কোন অপশন রাখবেন ।


(Internal) ইন্টারনাল মেমোরি ঃ ১৬ জিবি
(External) এক্সটারনাল মেমোরিঃ ৬৪ জিবি
(Bluetooth) ব্লুটুথঃ ইয়েস, ভার্সন ৪
মাইক্রো ইউএসবিঃ ইয়েস, ভার্সন ২
মেইন ক্যামেরাঃ ১৩ মেগা পিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগা পিক্সেল
Lithium-ion ব্যাটারি এবং  ২২০০ mAh ক্যাপাসিটি
ফ্ল্যাশ লাইটঃ ইয়েস
ডিসপ্লে সাইজঃ ৫ ইঞ্চি ফুল এইচডি ।
OTG ফিচার সাপোর্ট ।
আজ এই পর্যন্তই আগামীতে হয়ত আরও ভালো কিছু নিয়ে টিউন করতে পারব । ইচ্ছা করলে আমার Free Android Apps  সাইট টি দেখতে পারেন অথবা গুগল প্লাস এ অ্যাড করতে পারেন অথবা ফেসবুক এ একটি লাইক দিতে পারেন । ধন্যবাদ সবাইকে


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ৫০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।