আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের পরাজয়, আফগানের উৎসব। সাথে কিছু কারন আর করিমিও সমাচার। (রম্‌ম)

আমি তোমাদের কাছে আসতে চাই

গতকাল বাংলাদেশ তার নিজে মাঠে আফগানিস্থানের মত নবাগত-যুদ্ধ বিধ্বস্ত দেশের সাথে পরাজিত হয়েছে। বিষয়টা এখন পর্যন্ত কোন বাংলাদেশির কাছে অজানা নয়, এমনকি যিনি টিভি মানানেই বোঝেন হিন্দি সিরিযাল তিনিও নন!

একজন বাংলাদেশী হিসেবে নিজের লজ্জা লাগছে, কারন আমার দেশ হেরেছে।
এই কি লজ্জা! নাকি পরাজয়, নাকি শুধুই বিব্রতিকর ! জানি না যার জবাব দেওয়ার কথা সেই জবাব দেয় নি। শ্রীলংকার সাথে লংকাধোলাইয়ের পর ভারতের সাথে পরাজয়, এর পর লজ্জা, আর কি বাকি?

এবার আসুন এই পরাজয়ের কারন খুজি।
১/ আমাদের অনেক কষ্ট কিন্তু কেউ কি আফগানদের কথা চিন্তা করেছে? তারা কারা! তারা আফগানিস্থান, সকালে ঘুম থেকে তারা উঠে গ্রেনেটে বিস্ফোরনের শব্দে।

আর কিছু দিন আগে আমাদের ঘুম ভাঙতো ককটেলের মত সাধারন বোমার শব্দে এর কারনে আমরা তাদের থেকে পিছিয়ে রয়েছি।

২/আফগানিস্থানের কথা মনে আসলেই আমাদের চোখে ভেসে আসে কিছু ছবি চিন্ন ভিন্ন গাড়ি ,মানুষের হাত , আর ধংশ প্রাপ্ত বাড়ির চিহ্ন। এর কারন বোমা আর আমরা মনে করি আফগানরা এখন বড় হয় গ্রেনেট দিয়ে ক্রিকেট খেলে। যার কারনে আমাদের খেলোয়াররা মনে করে তাদের বোলার বলের পরিবর্তে যদি একটা গ্রেনেট মেরে দেয় তাইলে তো সব শেষ ! যা দেখেছি মুসফিকের ক্ষেত্রে। সে বল না খেলে ছেড়ে দিতেছে যদি সে বলে আঘাত করে তাহলে ফেটে গেলে নতুন বউয়ের কি হবে !

৩/হয়তো এমনও হতে পারে, তারা তাদের জুতার নিচে করে এমন কিছু নিয়ে এসেছিলো যা দেখিয়ে বাংলাদেশের খেলোয়ারদের বলেছে দেখ কি ! জিতলে কিন্তু উইড়া যাবি!

৪/ আবার এমন ও হতে পারে,
আমাদের দেশের খেলোয়ারদের বয়স কম হলেও কম বেশি সবার একটা করে বউ আছে, তাদের কারো বাসায় বোমা ফিট করে দিয়ে চলচিত্র পন্থায় তারা তাদের জয় ছিনিয়ে নিয়েছে।



৫/অথবা সুন্দুরি বউ রক্ষার জন্য প্রয়োজন একে-৪৭, এর বিনিময়েও তারা তাদের জয় হতে পারে।

৬/ আমরা অনেক অতিতি প্রিয় মানুষ, তাই আমাদের অতিতিদেরকে আমরা খালি হাতে ফেরাতে চাইনা বলে তাদেরকে ,জয় দিয়ে দিলাম।

এবার আসি আমার মতামতে, দীর্ঘ এক যুগের বেশী যুদ্ধ বিদস্ত দেশের জন্য আমার দেশ কিছু করতে পেরেছে এই ভেবেই আমার দুঃখ আমি ভুলে গেছি, আমার শুধু মনে হয়েছে এমনও তো হয়েছে যুদ্ধে পা হারানো কোন বালক আজ যুবক হয়েছে সেই যুবকের অনুভুতি, বা কাবুলের রাস্তায় কোন অবুঝ বালকের তার দেশের পতাকা নিয়ে মিছিল। আথবা খেলা দেখতে দেখতে ভুলে যাওয়া কোন জঙ্গির অপারেশন, মানুষের জীবন রক্ষা। হতে পারে না কি!
প্রশ্ন রইলো।



আফগানদের উৎসব

আমার অনেক ইচ্ছে ছিলো, আফগান কোন মানুষের জয়ের আনন্দের কোন ছবি আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু সকাল থেকে অনলাইনে দেওয়া তাদের কম বেশি সব পত্রিকায় আমার খোজ হয়েগেছে কোন এমন ছবি পেলাম না যেখানে আফগানিস্তানের কোন ব্যাক্তি তাদের জয়ে আনন্দ করছে তার ছবি পত্রিকায় এসেছে। কিন্তু যা পেলাম তা খুবই মর্ম স্পর্শি, এক শিশুর আহত দেহ তাকে নিয়ে বসে আছে তার বাবা।
আর এক পত্রিয়ায় দেখলাম এক বাড়িতে গোলার আঘাত সাথে সাথে একটি স্বপ্নের সমাধি।

বিঃদ্রঃ আফগানরা সাধারণত জয় উদ্যাপন করে তাদের ঐতিহ্যবাহী ‘আথান’ নাচ দিয়ে।

হয়তো কাল আফগান খেলোয়ারেরা তাদের ড্রেসিং রুমে 'আথান' নাচ নেচেছে।



আমরাও আমদের দল নিয়ে আশাবাদি , বাংলাদেশের ড্রেসিংরুমে নিশ্চয়ই কবরের নিস্তব্ধতা। সেখানে আনন্দময় কোলাহল কি শোনা যাবে শিগগিরই !

শেষ কথা, একজনের পরাজয় মানে অন্য কারো জয় ও আনন্দ। কথাটা বলেছেন প্রয়াত হুমায়ুন স্যার। তাই আমি মনে করি পরাজয়ে কষ্ট পেয়ে নিজের মনকে দুঃখ না দিয়ে নতুন করে আবার শুরু করা উচিত।
আমার দেশের জন্য শুভ কামনা রইলো,
বাঘ এখন শেয়ালের পাল্লায় পরেছে তাই এই অবস্থা।

শিয়াল দুই বাঘের লেজ একসাথে বেধে দিয়েছে তাই তারা কোন কাজ ভালো ভাবে করতে পারছে না, আর তাই বলি লেজ না কেটে সেই বাধন খোলার চেস্টা করা উচিত। তবেই সমাধান।






সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.