আমাদের কথা খুঁজে নিন

   

গুজরাট গণহত্যার জন্য মোদীকে দায়ী করলেন মুলায়ম

গুজরাট গণহত্যার জন্য বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী তথা গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব। আজ রবিবার এলাহাবাদে সমাজবাদী পার্টির এক নির্বাচনী জনসমাবেশ থেকে মোদীকে 'মানবতা ধ্বংসকারী' হিসেবে আখ্যা দিয়ে ২০০২ সালের গুজরাট নরহত্যার জন্য মোদীকেই দায়ী করেন মুলায়ম।

সম্প্রতি বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের পক্ষ থেকে ওই গণহত্যার জন্য সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে মোদীকে একহাত নিয়ে মুলায়ম বলেন, আপনি প্রথমে সংখ্যালঘুদের জবাই করলেন এবং পরে ক্ষমা চাইলেন? আপনি কি মনে করেন মুসলমানরা বোকা? মুসলমানদের সাহসী, স্পর্শকাতর এবং বিশ্বাসভাজন বলে আখ্যা দিয়ে মুলায়মের অভিযোগ, ক্ষমার কথা বলে বিজেপি মুসলিমদের সঙ্গে প্রতরণা করছে।

এ সময় কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি মুলায়ম সিং যাদব। যাদবের অভিযোগ, দেশের গরীব এবং সংখ্যালঘুদের কল্যাণে কংগ্রেসের কোন নীতিই নেই। এমনকি কংগ্রেসের শাসনকালে দেশের সীমান্তও সুরক্ষিত নয় বলে জানান মুলায়ম সিং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.