আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদলের জেলা কমিটি নিয়ে সংঘর্ষের আশঙ্কù

চট্টগ্রামে আলাদাভাবে ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো সময় সংঘর্ষ ও হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে জেলা কমিটির শীর্ষ পদের নেতাদের মধ্যে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। অভিযোগ রয়েছে, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় না থাকলেও ছাত্রদল নেতারা পারিবারিক, ঠিকাদারি ও ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। এর ফলে তিন মাসের আহ্বায়ক কমিটি তিন বছরেও পূর্ণাঙ্গ হয়নি। এতে ছাত্রদলের কর্মকাণ্ড ও কর্মতৎপরতা ঝিমিয়ে পড়েছে। তবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির নেতাদের দিয়ে বিশেষ টিম করা হয়েছে। এতে জেলার নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে আলোচনার মাধ্যমে দ্রুত কমিটি ঘোষণার প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, বড় দলে অভ্যন্তরীণ কোন্দল থাকা স্বাভাবিক। চট্টগ্রামের উত্তর ও দক্ষিণ জেলা কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের দিয়ে একটি বিশেষ টিম করেছি। কমিটি মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেবে। তবে কমিটিতে অছাত্র, বিবাহিত, সন্ত্রাসী, দখলবাজদের স্থান দেওয়া হবে না। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরুল আলম নুরু বলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তিন বছর আগে। এর পর থেকে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে দ্রুত সম্মেলন করা দরকার। এতে ত্যাগী ও দলের দুঃসময়ে যারা রাজপথে মাঠে ছিলেন আশা করি কমিটিতে তারাই স্থান পাবেন।

জানা যায়, উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার সেলিম কমিটি গঠনের পর থেকে নিজ এলাকার ছাত্রদলের কোনো কর্মসূচিতে অংশ নেননি। তিনি ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক। যুগ্ম-আহ্বায়ক নিঝুম খান কলেজ শিক্ষক, বদিউল আলম, শওকত আকবর সোহাগ, মোরশেদ বিল্লাহ বিবাহিত এবং রিয়েল স্টেট ব্যবসায়ী। একইভাবে দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম ও এহতেশামুল আজিম বিবাহিত এবং ঠিকাদারি করেন। দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ইফতার পার্টির আগেই আহ্বায়ক জসিম উদ্দিনকে আন্দরকিল্লাহয় মারধর করেন কমিটির যুগ্ম-আহ্বায়ক জমির উদ্দিনের অনুসারীরা। এ বিষয়ে জসিম উদ্দিন বলেন, রাজনৈতিক বিষয় মোকাবিলা করতে হয় রাজনীতির মাঠে। পেছন থেকে যারা হামলা করে তারা কাপুরুষ। তবে শীঘ্রই আমাদের উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে সম্মেলন করা হবে। এ নিয়ে টিমও গঠন করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.