আমাদের কথা খুঁজে নিন

   

জ্যাক দেরিদা

ফরাসি দার্শনিক জ্যাক দেরিদা। ১৯৩০ সালের ১৫ জুলাই তৎকালীন ফ্রান্স অধ্যুষিত আলজেরিয়ার আলজিয়ার্স নগরীর এল বিয়ার শহরতলিতে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রবর্তিত তত্ত্ব 'ডিকন্সট্রাকশান' বা 'বিনির্মাণ' নামে পরিচিত। সাম্প্রতিককালে সাহিত্য বিশ্লেষণের ক্ষেত্রে 'বিনির্মাণ' (deconstruction) তত্ত্বের ভূমিকা বিশেষ গুরুত্ব পেয়েছে।

উনিশ বছর বয়সে জ্যাক দেরিদা উচ্চশিক্ষা লাভের জন্যে প্যারিস যান।

সেখানে অবস্থান কালে আলবেয়ার কাম্যু সম্পর্কে এক বেতার ভাষণ শুনে দর্শন বিষয়ে লেখাপড়ায় উৎসাহী হন তিনি। সেখানকার ইকোল নরমাল সুপিরিয়র-এ দর্শন শাস্ত্রেও পাঠ নেন। ১৯৫৬ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ে এক গবষণাকাজে নিযুক্ত থাকেন।

১৯৭৫ থেকে ১৯৮০ পর্যন্ত প্যারিসে দর্শনের ইতিহাসের অধ্যাপক ছিলেন। এই সময়েই তিনি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি এবং পরে ইয়েল ইউনিভার্সিটিতে অতিথি অধ্যাপক হিসাবে যুক্ত হয়েছিলেন।

১৯৮১-তে প্যারিসের কলেজ ইন্টারন্যাশনাল দ্য ফিলজফি-এর পরিচালক হন।

জ্যাক দেরিদার রচনাকর্ম শুরু হয়েছিল এডমান্ড হুসার্লের 'অরিজিন অব জিওমেট্রি 'বইয়ের অনুবাদ দিয়ে। দর্শনক্ষেত্রে তার পদচারণা শুরু হয় ১৯৬৭ সালে হুসার্লের বইয়ের জন্য ভূমিকা হিসাবে রচিত মূল লেখার চেয়ে দীর্ঘ রচনাটি প্রকাশিত হবার মধ্য দিয়ে। ১৯৫৭ সালে প্রকাশিত তার তিনটি বই তাকে দার্শনিক হিসাবে পরিচিত করে তোলে। ২০০৪ সালের ৯ অক্টোবর জ্যাক দেরিদা মারা যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.