আমাদের কথা খুঁজে নিন

   

পাণ্ডুলিপি

তোমার জন্য সূর্য উঠুক আজকে ভোরে / তোমার জন্য শিশির গোলাপ পড়ুক ঝরে / তোমার জন্য হাওয়ায় ভাসুক পাখির গান / তোমার জন্য সপ্তসুর বাঁধুক তান। ... তোমার জন্য চিত্রপটে আলোর ছবি / তোমার জন্য জ্যোৎস্নারাতে ভাবুক কবি / তোমার জন্য স্বপ্নপ্রদীপ জ্বালিয়ে রাখা / তোমার জ শনিবারের দুপুরে তোমার ঠিকানায় সারপ্রাইজ ভিজিট। বাড়ির সামনে এসে মোবাইলে বললাম – দরজা খোলো। বিশ্বাস – অবিশ্বাসের দোলাচল কাটিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে এলে তুমি। ফ্ল্যাটে ঢুকে দেখি তখনও তোমার চোখে মুখে সাবানের ফ্যানা।

গোলাপি তোয়ালে ঢেকেছে ভিজে চুল। অসমাপ্ত স্নান নীল পোশাকের আলো – আঁধারিতে এঁকেছে বিমূর্ত ছবি। পারিপাট্যে সাজানো সতর্ক মানুষটি আজ অন্য রূপে, অন্য ঐশ্বর্যে। ড্রয়িং রুমে টিভিতে চলছে উত্তম - সুচিত্রার সাদা –কালো ক্লাসিক। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ম্যাগাজিন, হাত ঘড়ি, কবিতার বই, গিটার।

অফিস ছুটির রোজনামচায় আজ যেন শুধুই ভাঁটার টান। শুনশান পাড়া। ফ্ল্যাটে একা তুমি। ভাবছি – এভাবে বিনা নোটিসে হঠাৎ করে আসাটা অশোভন হল না তো! বাইরে খাঁ খাঁ রোদ্দুর। আইসক্রিম আর ঠাণ্ডা পানীয় কিছুটা স্বস্তি দিল আমাদের।

পর পর আসা কলগুলোকে জানালাম একই কথা – জরুরি মিটিং-এ ব্যস্ত। দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে নতুন সফরের রোদ্দুর উঁকি দিচ্ছিল আমার মনে। অপলক খোঁজার চেষ্টা করছিলাম হারিয়ে যাওয়া সেই পাণ্ডুলিপি। তুমি হাসছিলে। তোমার হাসিতে ঝরে পড়ছিল লাবণ্য।

তোমার দুচোখে মুহূর্তে থমকে গিয়েছিল সময়। আমার বাউল মন সেই সময় সরণী বেয়ে ভেসে চলছিল আলোকবর্ষ ঠিকানায়। মায়া জ্যোৎস্নায় তুমি ধরেছিলে গান – ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে…’।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।