আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমন্ত পাণ্ডুলিপি



আজ কোন দুঃখ নেই আমার- নেই কোন হাহাকার, এই বেশ ভালো আছি ভালোই আছি- নেই কোন বিতৃষ্ণার বীভৎস চিৎকার। হয়তোবা সময়গুলো নেই আর- ফিরে দেখা চার বছর আগের মতো, তুমি আর তুমি নও আমিও ঠিক তাই- তবুও সব যাচ্ছে চলে পেরিয়ে বছর কতো। স্বামী-সন্তান ফ্ল্যাট আর গাড়ি- শূন্যতার ভিড় তবু কিসের অভাব? ফের ঘুম ফের জাগা নির্ঘুম হতভাগা- কবিতায় সব লেখা কঠিন স্বভাব। ব্যাস্ততা ছিলো বলেই আজো এই বেঁচে থাকা- অপেক্ষার প্রহর গুনে, ফেরা আর হবেনা জানি তবু শুধু পথ চাওয়া- যেন বিষ পানকরা জেনেশুনে। আজ আর নেই কোন লেখালেখি- মত্ত থাকবো আমি আর আমাকে নিয়ে, মরচে ধরা পাণ্ডুলিপি তুমি তেমনি থাকো- এই ফাঁকে আমি নেই একটু ঘুমিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।