আমাদের কথা খুঁজে নিন

   

ক্যালিসের দৃষ্টিতে লারাই সেরা, শচীন নয়

বাইশ গজে শচীন টেন্ডুলকারকে দেখে অনুপ্রাণিত হলেও জ্যাক ক্যালিসের কাছে বিশ্বের সেরা ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা। ক্রিকেটে শচীনের অবদানের ভূয়সী প্রশংসা করে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার বলেন, ‘বিশ্ব ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে শচীনের অবদান অনস্বীকার্য।
 
২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শচীন সব সময়ই ক্রিকেটের স্পিরিট মেনে খেলেছে। সে যা অর্জন করেছে এক কথায় তা অবিশ্বাস্য। শচীনের বিরুদ্ধে লড়াইটা উপভোগ করতাম।

তাকে দেখেই আমি সব সময় স্পিরিট মেনে খেলার চেষ্টা করেছি। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানান ক্যালিস। ১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান ছাড়াও ২৯২টি উইকেট রয়েছে ৩৯ বছরের এই প্রোটিয়াস অল-রাউন্ডারের।
আর সেরা পেসার হিসেবে ওয়াসিম আক্রমই সেরা ক্যালিসের কাছে। স্পিনারদের মধ্যে সেরা শেন ওয়ার্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।