আমাদের কথা খুঁজে নিন

   

সহকারী প্রিজাইডিং অফিসারের ২ বছরের কারাদণ্ড

নির্বাচনে সহিংসতার বিষয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সদরের কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমজান আলিকে আজ ২ বছরের কারাদণ্ড দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

দণ্ডপ্রাপ্ত রমজান আলি ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের দিন সদর উপজেলার ভাবনহাটি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন সন্ধ্যায় সদরের ভাবনহাটি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতার অভিযোগে পুলিশ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ শামীম আহম্মেদকে আটক করে। পরে তার নামে সদর থানায় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার রমজান আলি বাদি হয়ে সরকারি কাজে বাধা ও ভোটকেন্দ্রে সহিংসতার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত শেখ শামীমকে জেল হাজতে পাঠায়।

আজ দুপুরে এই মামলার জামিন আবেদনের শুনানির সময় বাদি রমজান আলী শামীমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা বলে লিখিতভাবে আদালতকে জানায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন এ সময় তার জবানবন্দি গ্রহণ করেন ও মিথ্যা মামলা দায়েরের কারণে ওই শিক্ষককে ২ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

একই সময়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এক রায়ে শেখ শামীম আহম্মেদকে মামলা থেকে অব্যাহতি দেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.