আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুলের ফোন কল, লুঙ্গি ড্যান্স এবং আনিসুল হকের জন্মদিন কিংবা বাংলাদেশের পরাজয়!



আশরাফুল কল দিসে কালকে রাতে। গভীর রাত, আমার ঘুম পাইসে। বিছানায় শুয়ে আছি। মোবাইল চেয়ারের ওপর রাখা, চার্জে দেয়া। আমি টিভি'র সাউন্ড মিউট করে আরাম করে বিভিন্ন চ্যানেলের খবর দেখতেসি।

যেহেতু বর্তমান আওয়ামী লীগ সরকার একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসছে সেহেতু ২০১৮ পর্যন্ত আমি পত্রিকা এবং টিভি'তে রাজনীতি সংক্রান্ত যেকোন খবর পাঠ এবং শোনা থেকে স্বেচ্ছায় বিরত আছি।

যাইহোক যেহেতু টিভি আমার কাছে অত্যন্ত বিনোদনমূলক একটা মাধ্যম সেহেতু বিনোদনের খাতিরে আমি বিশেষ করে এশিয়ান টিভি'র খবর মিউট করে দেখে থাকি। যাইহোক আমি আরাম করে জাফর ইকবাল স্যারের বই পড়তেসিলাম আর মিউট করে এশিয়ান টিভি'র খবর দেখতেসিলাম, এমন সময় আশরাফুলের ফোন।

"শামীম ভাই?"

ফোনের ওইপ্রান্তে আশরাফুলের ইঁদুরের মতো ক্যাঁচক্যাঁচ কন্ঠস্বর।

"বল ব্যাটা, এত রাতে ফোন দিসছ ক্যান?"

"ওস্তাদ অবস্থা খুব খারাপ"

"অবস্থা খারাপ হইলে আমার কাছে কি? ডাক্তারের কাছে যা"

"ওস্তাদ ক্রিকেট না খেইলা মাঠে চুরি-চামারি কইরা যা কামাইসিলাম সব তো মডেল, নায়িকাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যায়া খরচ কইরা ফালাইসি এখন ডাক্তারের কাছে যাওনেরও পয়সা নাই।

"

"তো আমি কি করব?"

আমি ভয় পাই আশরাফুল না আবার আমার কাছে চাকরি চায়। কি মুশকিল! এদিকে এশিয়ান টিভি'র খবরও শেষ, কি দেখি। । আগে ৭১ খুব পছন্দ করতাম, কিন্তু আজকাল ওরাও ফালতু কিছু সঞ্চালক এনে মিথিলা, সামিয়া, নবনীতার স্ট্যান্ডার্ড কমাই দিসে।

"ওস্তাদ, আপনি তো আমারে দেখতে পারেননা, তাও একটা কথা কইতে চাই।

"

আশরাফুলের মিনমিনে স্বর শুনে আমার মায়া হয়। আমি বলি,

"আরে কি বলবি বল ব্যাটা, এত ভয় পাস কেন?"

"না মানে বস, শুনছি আপনার আশেপাশে যারা থাকে তারা নাকি আপনার সঙ্গে discomfort ফিল করে, তাই কথা কইতে ভয় পাইতেসি। "

"হ, ঠিকই শুনছস, চোর-ছ্যাচ্চড় আর কাইজ-কামে যারা ফাঁকিবাজি দেয় তাদের সাথে আমি প্রেম করতে পারিনা। আমার স্বভাবে নাই। যেমন স্বভাবে নাই পাকিস্তানিদের পতাকা মুখে যারা খেলার মাঠে ফাইল পারে তাদের পাত্তা দেয়া।

তুই ক, তোর খেলা দেইখা ১ যুগ আগে বেপক বিনুদন পাইসিলাম। "

"ভাই, আমার তো টেকা-টুকার দরকার। তাছাড়া আগামীকাল আপনার আমার প্রিয় Anisul Hoque মিঠুন ভাইয়ের জন্মদিন। কিছু খরচ-পাতি আছে। "

আমি আঁতকে উঠি।

মিটুন ভাইয়ের জন্মদিনের সূত্রধরে জানতে পারসি প্রিয় Fakhrul Abedin Milon ভাই এর মিটুন ভাইয়ের সাথে কক্সবাজারে প্রথম রাত কাটানোর কথা!

"টেকা-টুকা দিয়া কি করবি রে ফাজিল, আমি জন্মদিন হোক যাই হোক কোন পুরুষের সাথে এক ঘরে রাত কাটাতে পারুম না। "

আশরাফুল জিভ কাটে। জিভ কেটে বলে,

"ওস্তাদ আমারে ভুল বুইঝেন না। আমি তো ম্যাডামের কলিজার টুকরা না যে ফখা আলমগীরের মতন প্রস্তাব দিমু আপনেরে। আমি খালি কইসিলাম কিছু টাকা টুকা থাকলে বসরে তাঁর জন্মদিনে টুক-টাক গিফট দিতাম।

"

"ওই চুর, তোর প্ল্যানটা কি ক তো?"

"বস, কালকের ম্যাচে তো বাংলাদেশের খেলা ফাকিস্তানের সাথে। ত ফাকিস্তানের সাথে তো আমরা জিতবই। জিইতা গেলে তো টেকা-টুকা নাই। তাই কইসিলাম একটু বেটিং যদি করতে পারতাম। "

"শুওর, তুই নিষিদ্ধ হইসস চুরি চামারি কইরা, তারপরও বেটিং করতে চাস হারামি!"

"ওস্তাদ মিটুন ভাইরে একটু গিফট দিতাম, ফাকিস্তানও জিততো, Simu Naser ভাইরও আমার প্রস্তাবে সায় আছে।

"

"তা তো থাকবই সব চুর তো এক হইস। No, never, দেশের স্বার্থ বিক্রি করে এই বেটিং চলতো না। "

"বস তাইলে কয়টা টাকা ধার দেন। "

আমি এই ভয়েই ছিলাম। হারামী ঠিক ঠিক টাকা চাইব ধার, তারপর আর ফেরত দিবনা।

আমার এখনও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডে লোন আছে ৫৪,৯৮৭ টাকা, আমি ধার দিব কোথা থেকে?

"ধার দিতে পারবনা, অন্য কিছু করি?"

"কি করবি?"

"একটা ছুট বাজি ধরি, বেটিং করি। ফাকিস্তান প্রথম ১০ ওভার সিরাম খেলুক আর আমাদের যেসব বেঈমান লোকজনের এখনও রক্তে ফাকিস্তান প্রেম আছে, তারা লাফাই উঠুক!"

"আশরাফুল তুই চুপ থাক। তরে এই ২০০ টাকা দিতেসি, তুই যায়া নান্নার বিরিয়ানি খা, আর আজাইরা প্যাঁচাল পারিসনা। "

"না মানে ওস্তাদ যদি আরও ২০০ টাকা দিতেন, তাইলে একটা লুঙ্গি কিনতে পারতাম, বিসিবি বাদ দেয়ার পর থেকে লুঙ্গি কিনতে পারিনাই। নাইলে আপনার লুঙ্গিটাই দেন।

"

আশরাফুল আমার লুঙ্গি ধরে টান দিতেই আমি লাফ দিয়ে উঠি। ঘরের বাতি তখনও জ্বলছে। আমি লুঙ্গি পড়িনা, শর্টস আছে ঠিকঠাক মতনই। আমি হাঁফ ছেড়ে বসি। ঘুমটা ঠিক সময় ভাংসে।



ঠিক ১২ টায় আনিসুল হক'কে জন্মদিনের শুভেচ্ছা জানাবো ভাবলাম, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম আর ঘুমের মধ্যে ব্যাটা আশরাফুল এসে এমন যন্ত্রণা দিলো কেন? আরে আনিসুল হককে জন্মদিনের গিফট তো দিবে আমাদের ক্রিকেটাররা আজকে, পাকিস্তানকে নিজেদের মাটিতে হারিয়ে।

মধ্যখান দিয়ে আমার ঘুমটাই নষ্ট। আনিসুল হক'কে নিয়েই যদি স্বপ্ন দেখবো, তাহলে স্বপ্নের মধ্যে 'আমারও একটা প্রেমকাহিনি আছে'র ইভা আসলোনা কেন?

ভাবতে ভাবতেই দেখি মোবাইলে সেই ভয়াবহ সুন্দরীর কল, টেলিভিশনে পাকিস্তানের পরাজয়ের চিত্র...আমি মোবাইলটা চেয়ার থেকে তুলে নিতে নিতে Anisul Hoque মিঠুন ভাইকে বলি,

"মিটুন ভাই জন্মদিনের শুভেচ্ছা "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.