আমাদের কথা খুঁজে নিন

   

প্রবৃদ্ধি ও প্রবাসী আয় বাড়াতে ১২ হাজার কোট

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রবাসী আয় বাড়াতে প্রায় ১২ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। ১০ বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে মূলত দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রায় ১০ লাখ লোককে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এর মাধ্যমে। আগামী বাজেট থেকেই যার বাস্তবায়ন শুরু হবে। প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হচ্ছে দেশের সম্ভাবনাময় ছয়টি খাতকে। এগুলো হচ্ছে তৈরি পোশাক, নির্মাণ, তথ্যপ্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও জুতা এবং জাহাজ নির্মাণ। প্রকল্পটি মোট চার পর্যায়ে ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৭ হাজার ৪০০ জন ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দুই লাখ ১২ হাজার ৬০০ জনসহ মোট দুই লাখ ৬০ হাজার জনকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পের প্রথম পর্যায়ের ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৮৯ কোটি ৪৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ৮৩৩ কোটি ৫৮ লাখ টাকা নেওয়া হবে। এ ছাড়া বেসরকারি খাত প্রকল্প সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমে আরও প্রায় ২৭ কোটি টাকা ব্যয় করা হবে। এরই মধ্যে প্রকল্পের খসড়া ডিপিপি করা হয়েছে। চূড়ান্ত করার লক্ষ্যে খুব শীঘ্রই এটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

সূত্র জানায়, প্রকল্পটির যাচাই কার্যক্রম সম্পন্ন করতে সম্প্রতি অর্থ সচিব ফজলে কবিরের সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। সেখানে অর্থ বিভাগের যুগ্ম সচিব প্রকল্পের বিষয়বস্তু, উদ্দেশ্য ও অর্থায়নের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, 'দেশের বিপুল জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হলে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। দেশের অর্থনীতিতে বিশেষ করে লেনদেনের ভারসাম্য রক্ষায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রবাসী শ্রমিকদের অধিকাংশই আধা দক্ষ ও অদক্ষ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে রেমিট্যান্স প্রবৃদ্ধি অনেক বাড়বে।' অর্থ সচিব ফজলে কবির বলেন, 'দেশে প্রায় ২২টি মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু এসব প্রশিক্ষণ যথাযথভাবে বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় শিল্প উৎপাদনে ও প্রবৃদ্ধি অর্জনে তেমন কোনো ভূমিকা রাখছে না। এ ছাড়া প্রশিক্ষণের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতারও অভাব রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে বাজার চাহিদার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.