আমাদের কথা খুঁজে নিন

   

সিংহাসন ছাড়লেন ডাচ রানি, নতুন রাজা উইলেম-আলেক্সান্ডার

এর মধ্য দিয়ে ১২০ বছরেরও বেশি সময় পর দেশটির প্রথম রাজা হলেন অ্যালেক্সান্ডার। মঙ্গলবার রাজধানী আমস্টারডার্মে রাজপ্রাসাদে ড্যাম স্কয়ারে সমবেত জনতার হর্ষধ্বনির মধ্য দিয়ে ছেলের হাতে দায়িত্ব হস্তান্তর করেন ৭৫ বছর বয়সী রানি। রানি দায়িত্ব হস্তান্তরনামা সই করার সময় রাজপ্রাসাদের বাইরে একটি বড়পর্দায় সে দৃশ্য সরাসরি দেখানো হয়। এ সময় প্রসাদের বাইরে উল্লাস করে সমবেত প্রায় ২৫ হাজার মানুষ।
আলেক্সান্ডার ইতোমধ্যেই শপথ নিয়েছেন।

১৮৯০ সালের পর তিনিই নেদারল্যান্ডসের প্রথম প্রধান পুরুষ শাসক হলেন। রানি বিয়াট্রিক্স তার মা এবং মাতামহের প্রথা মেনেই ৩৩ বছর পর সিংহাসন ছেড়ে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার এ সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছিলেন জানুয়ারিতেই। তখনই তিনি বলেছিলেন, তার ছেলে এ দায়িত্ব নিতে প্রস্তুত। আর নতুন প্রজন্মের হাতে রাজশাসনভার তুলে দেয়ার এখনই সময়।


“আজ আমি নতুন প্রজন্মকে এগিয়ে আসার দ্বার খুলে দিচ্ছি” দায়িত্ব হস্তান্তরের সময় বলেন রানি।
মঙ্গলবার রাজপ্রাসাদে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসর গ্রহণ করে রানি একটি বিবৃতি সই করেন। যাতে লেখা ছিল, “আমি এখন নেদারল্যান্ডসের রানির দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি এবং রাজত্ব দিচ্ছি আমার বড় ছেলে উইলেম-আলেক্সান্ডারকে। ”
রাজার দায়িত্ব পাওয়ার পর আলেক্সান্ডার তার স্ত্রী মাক্সিমাকে নিয়ে রাজপ্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দায়িত্ব হস্তান্তরের নিয়মানুযায়ী এখন থেকে রানি বিয়াট্রিক্স পরিচিত হবেন প্রিন্সেস বিয়াট্রিকস নামে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।