আমাদের কথা খুঁজে নিন

   

টাইগারদের প্রশংসায় আকরাম

বাংলাদেশের ব্যাটিংয়ে ভূয়সী প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম। এশিয়া কাপে গতকাল পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে বাংলাদেশ ৩২৬ রান সংগ্রহ করে। স্যাটেলাইট চ্যানেল স্টার স্পোর্টস মন্তব্য করতে গিয়ে পাকিস্তানের সাবেক এ নন্দিত ক্রিকেটার বলেন, ওয়ানডে ক্রিকেটে এর চেয়ে আরও বেশি রান হয়েছে। কিন্তু বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানরা যে দুর্দান্ত ব্যাটিং করেছে তাতে আমি মুগ্ধ। আমি বলব আমার দেখা এটা অন্যতম সেরা ইনিংস।

বাংলাদেশ ক্রিকেটে এগিয়েছে এটা আর নতুন করে বলার দরকার নেই। কিন্তু দলে যে এত ভালোমানের ব্যাটসম্যান রয়েছে তা আমি জানতাম না। তামিম, সাকিব, মুশফিক ও আশরাফুলের নামটি আমার ভালো মতো জানা ছিল। সত্যিই ওরা অসাধারণ খেলেন। সাকিবকেতো আমি খুব কাছে থেকে দেখেছি।

ওর মানের অলরাউন্ডার বর্তমানে ক্রিকেটে খুব কমই দেখা যায়। উদ্বোধনী জুটিতে এনামুল ও ইমরুলের ব্যাটিং দেখে মনে হয়েছে বিশ্বের সেরা ওপেনিং জুটি। পাকিস্তানের বোলারদের প্রতিটি বল তারা দক্ষতার সঙ্গে জবাব দিয়েছেন। ১৫০ রান উঠে এসেছিল তাদেরই ব্যাট থেকে। উদ্বোধনী জুটিতে অনেকদিন পর দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দেখলাম।

এনামুল সেঞ্চুরি করেছে, কিন্তু অন্যরাও কোনোভাবে পিছিয়ে ছিলেন না। মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলাটা অনেক বিখ্যাত দলের পক্ষে সম্ভব নয়। আকরাম যখন টিভিতে কথা বলছিলেন তখনও পাকিস্তান ব্যাট করতে নামেনি। তাই তিনি বলেন, ম্যাচের ফলাফল কী হবে বলতে পারি না। কিন্তু জিততে হলে পাকিস্তানের ব্যাটসম্যানদের সেরা ব্যাটিং প্রদর্শন করতে হবে।

কেননা বাংলাদেশে সাকিবের মতো বিশ্বসেরা স্পিনার রয়েছেন। আকরাম বলেন, ক্রিকেট উপলক্ষে আমি অনেকবার বাংলাদেশে এসেছি। ৯০ দশকে আবাহনীর হয়ে লিগের গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচ খেলে যাই। প্রতিবারই প্রমাণ পেয়েছি বাংলাদেশ ক্রিকেটপাগল দেশ।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।