আমাদের কথা খুঁজে নিন

   

টাইগারদের লক্ষ্য ১৯১

সুপার টেনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। মাঠের একপ্রান্তে ব্যাট করছেন করছেন তামিম ইকবাল এবং অন্যপ্রান্তে আছেন আনামুল।

আজ রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সুপার টেনের খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান।

আহমেদ শেহজাদ ও কামরান আকমল মাত্র ৪.৩ ওভারেই স্কোরবোর্ডে ৪৩ রান তোলেন। রান তোলার এই গতিটা ধরে রাখেন শেহজাদ।

৫৮ বলে সেঞ্চুরি তুলে নেন পাক এই ওপেনার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১১১ রানে।

এছাড়া পাকিস্তানের মিডল অর্ডারে শোয়েব মালিক ২৬ রানের সহায়ক একটি ইনিংস খেলেন। আর শেষ দিকে যথারীতি শহিদ আফ্রিদি ঝড়। ৯ বলে ২২ রান করেন বুম বুম খ্যাত এই পাঠান।

তাতে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে পাকিস্তান। বাংলাদেশের আবদুর রাজ্জাক চার ওভারে ২০ রানের বিনিময়ে দুটি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন সাকিব, মাহমুদুল্লাহ ও আল আমিন।

 

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, আনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহুমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আবদুর রাজ্জাক ও আল আমিন হোসেন।

 

পাকিস্তান দল:

আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শোয়েব মকসুদ, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।