আমাদের কথা খুঁজে নিন

   

সর্বশেষ পন্থা ইউক্রেনে অভিযান : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। যাকে তিনি 'সংবিধানবিরোধী ক্যু' ও 'সশস্ত্রভাবে ক্ষমতা দখল' হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আরও দাবি করেন, ইয়ানুকোভিচ এখনো ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট। গতকাল তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। তিনি একই সঙ্গে বলেন, ইউক্রেনের ক্রিমিয়ায় সেনা শক্তি প্রয়োগের কোনো প্রয়োজনীতা অনুভব করেন না।

তবে সেনা রাখার অধিকার রাশিয়ার আছে এবং সর্বশেষ পন্থা হিসেবে সেখানে শক্তি প্রয়োগ করা হতে পারেও বলে তিনি মন্তব্য করেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় উপদ্বীপ ক্রিমিয়ায় সৈন্য পাঠানোর পর প্রথমবারের মতো ওই সংবাদ সম্মেলনে এ দাবি করলেন রুশ প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে পুতিন বলেন, বৈধ সরকারকে উৎখাতের মাধ্যমে সশস্ত্র বাহিনী ইউক্রেনকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। দেশের প্রেসিডেন্টের ক্ষমতাবদলের তিনটি বৈধ উপায় তিনি উল্লেখ করেন। তিনি বলেন, মৃত্যু, ব্যক্তিগত পদত্যাগ ও অভিশংসনের মাধ্যমে কেবল একটি দেশের প্রেসিডেন্টের পদ খালি হয়।

পুতিন দাবি করেন, বিরোধীদের সব দাবিই প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ মেনে নিতে রাজি হয়েছিলেন। তবুও তাকে সশস্ত্র উপায়ে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইয়ানুকোভিচকে এখনো ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট হিসেবেও দাবি করেন পুতিন।

এদিকে রাশিয়ার সঙ্গে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, মার্কিন সামরিক বাহিনী রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করা হবে।

পাশাপাশি বিশ্বের ক্ষমতাধর আট দেশের সংস্থা জি-৮ এ কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেন থেকে রাশিয়া তাদের সৈন্য প্রত্যাহার না করলে এ সংস্থা থেকে রাশিয়াকে বহিষ্কার করা হবে। বিবিসি, আল-জাজিরা।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।