আমাদের কথা খুঁজে নিন

   

হেরেও খুশি আফগানিস্তান

প্রথম তিন ম্যাচে বোলিং-ফিল্ডিং দেখে অনেকেই বলেছিলেন, আফগানদের গায়ে অস্ট্রেলিয়ার জার্সি পরিয়ে দিলেও হয়তো বে-মানান হবে না। কিন্তু সেই আফগানিস্তানকে কাল খুঁজেই পাওয়া গেল না। ব্যাটিং তাদের দুর্বলতা ছিলই। ভারতের বিরুদ্ধে বোলিংয়েও তারা প্রতিরোধ গড়তে পারেনি। আট উইকেটের সহজ জয় পেয়ে যায় কোহলির দল।

আগের রাতে বাংলাদেশকে হারিয়েই শ্রীলঙ্কার পর দ্বিতীয় হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। তাই কাল ভারত-আফগানিস্তান ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। আর গুরুত্বহীন এই ম্যাচে আফগানদের পাত্তাই দেয়নি ভারত।

কাল মিরপুরে টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্পিনারদের ঘূর্ণিতে ৪৫.২ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

সর্বোচ্চ ৫০ রান আসে সেনওয়ারীর ব্যাট থেকে। ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা (৪টি) ও রবিচন্দন অশ্বিন (৩টি) মিলে নেন আফগানদের সাত উইকেট। আরেক স্পিনার প্রজ্ঞান ওঝা মাত্র এক উইকেট পেলেও ১০ ওভারে রান দিয়েছেন মাত্র ২১। ব্যাটিংয়ের মতো কাল বোলিংয়েও নিষ্প্রভ ছিল আফগানরা। তাই তো ৩২.২ ওভারেই লক্ষ্যে পেঁৗছে যায় ভারত।

দুই ওপেনার শেখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে হাফ সেঞ্চুরি করেছেন।

ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, 'এই ম্যাচ নিয়ে কোনো চাপ ছিল না। আমাদের ভুলের কারণে আগেই ফাইনালে চলে গেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে এ ম্যাচে অনেকেই তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। রাহানের পারফরম্যান্সে উত্থান-পতন ছিল।

সে ভালো করেছে। স্পিনাররা সবাই ভালো বোলিং করেছে। '

আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, 'এই টুর্নামেন্ট ছিল আমাদের জন্য বিশাল কিছু। আমরা বাংলাদেশের টেস্ট খেলুড়ে দলকে হারিয়েছি। ওই জয়ের পর আমাদের দেশের মানুষ অনেক উল্লাস করেছে।

তাছাড়া আমরা অন্তত এটা প্রমাণ করতে পেরেছি যে, টেস্ট খেলুড়ে দলগুলোর পর এশিয়ায় আমরাই সেরা দল। '

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।