আমাদের কথা খুঁজে নিন

   

পানামার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন মাদুরোর

মধ্য আমেরিকার দেশ পানামার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একইসঙ্গে দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

ভেনিজুয়েলার সংকট নিয়ে আলোচনার জন্য পানামা অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসকে (ওএএস)অনুরোধ জানানোর পর এ সিদ্ধান্ত নিয়েছেন মাদুরো।

হুগো শ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ল্যাটিন আমেরিকান দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান মাদুরো।

মাদুরো বলেন, ‘আমি পানামার বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

এই মুহূর্ত থেকে পানামার সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্কও স্থগিত থাকবে। ’

এ সময় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো, উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে মুহিকা ও বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস শ্যাভেজের সমাধিস্থলে উপস্থিত ছিলেন।

এদিকে পানামার প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলি ভেনিজুয়েলার এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।

পানামা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘বিস্মিত’। ওই বিবৃতিতে মাদুরোর সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ও বলা হয়েছে।

  সূত্র: বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।