আমাদের কথা খুঁজে নিন

   

পানামার সঙ্গে সম্পর্ক ছিন্ন ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার সরকার পানামার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, মধ্য আমেরিকার এ দেশটি কারাকাসের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে।
 
প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের পথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাদুরো বলেন, “ আমি এ মুহূর্ত থেকে পানামার সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশটির সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক স্থগিত থাকবে।”
 
মাদুরো বলেন, পানামা যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আর সে কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।
 
মাদুরো পানামার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনি ঘৃণ্য চাকরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তবে কাউকে আমাদের পিতৃভূমির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেব না।”
 
এদিকে মাদুরোর এসব বক্তব্যকে অগ্রহণযোগ্য আক্রমণ বলে প্রত্যাখ্যান করেছে পানামা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।