আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থী হওয়ার পর বিড়ম্বনায় মুনমুন

তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ওঠার পর পরেই সোশাল নেটওয়ার্কিং সাইটের কুরুচিকর কুৎসায় ছয়লাপ হয়ে যায় মহানায়িকার কন্যা মুনমুন সেন৷ বিরোধীদের কু-নজরে পড়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।

আদ্যপ্রান্ত ফিল্মি পরিবার থেকে সোজা রাজনীতিতে নাম লেখাতেই ফেসবুক জুড়ে বাড়তে থাকে তার খোলামেলা ছবির পোস্ট। গতকাল বুধবার রাত থেকেই ফেসবুকের মতো সোস্যাল নেটওয়ার্কিং সাইটে মুনমুনের কু-রুচিকর ছবিতে ছয়লাপ হতে শুরু করেছে৷

স্বাভাবিকভাবেই শাসকদলের অভিযোগের তির বিরোধীদের দিকেই৷ মনে করা হচ্ছে, এই প্রজন্মের সিপিএম সমর্থকদের একাংশ মুনমুন সেনের বিরুদ্ধে কুরুচিকর কুৎসা প্রচারে ময়দানে নেমে পড়েছে৷ উদ্দ্যেশ একটাই, যেনতেন প্রকারণে ভোটার কাছে তৃণমূল প্রার্থীকে হেয় করা৷

তারা ভালো করেই জানেন, বাংলাবাজারে ভোট টানার ক্ষেত্রে মুনমুন সেন নামটাই যথেষ্ট৷ আর সেই  কথা ভেবেই তৃণমূল সুপ্রিমো তাকে নিয়ে এসেছেন দলে৷ সব ভোট যদি মিসেস সেনের ঝুলিতে গিয়ে পড়ে? তারই প্রমাদ গুনছে বিরোধীরা৷

এসব সাত-পাঁচ ভেবেই নড়েচড়ে বসেছে সিপিএমের একাংশ৷ তাদের একান্ত প্রচেষ্টা ভোটের প্রাক্কালে যদি কিছুটা কুৎসা রটিয়ে অন্তত দু’চারটে ভোট বাগানো যায়৷ তাই ফেসবুকের মতো জনপ্রিয় সোস্যাল সাইটের মুনমুনের ছবি পোস্ট করে ভোটারদের কাছে অপ্রিয় করে খেলা শুরু হয়েছে ভোট-রাজনীতির ময়দানে৷


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।