আমাদের কথা খুঁজে নিন

   

সন্তাপে পুড়তেই হবে তোমাকে, আমার মধাহ্নের অভিশাপ রইল যে!

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই শুভাশিষ, তুমিও আজ যথা হতে নিরুদ্দেশ, বা দুরে ব্যস্ত, আমি কাদি, আর ভেবে যাই, খুব বোকা রে আমি। অসন্তোষের রোষানলে আমি ডুবছি এই দ্বীপের ধারে; বড্ড একলা আর ধাতস্থ, খুব অসহায়, কিংবা আশাহীন। আপনা ভাবাটাও হয়ত ভুল; কিন্তু কাউকে আপন করাটা নয়! আবারো বলছি, রক্তের বন্ধন আত্মার বন্ধনের চেয়ে সর্বসময় দৃড় নয়! শিশুমন, বোকামি হাজারবার করা যায়, কিন্তু পরিবর্তন একবারই আসে; ভেবে দেখো, স্বপ্নচারীদের দলটা কিন্তু আপনিই তুমি ভারী করেছিলে! জবাবদিহি করতে নয়, বরং তুচ্ছ প্রশ্নাবলি নিয়ে এসেছি আজকে। কি হবে এতটা অবুঝ কথায়, কি ভাবছ বলো? আজ নয়, তবে কালকেই হবে উত্তরদান, আমিও শিশু, তুমিও শিশু, তাইনা বটে? আসো বন্ধু, আজ কাদি একই হেতু নিয়ে একই পথে, তাও যাচিত! এই শীতের কুয়াশার মতই আবরন পরে রয়েছে বন্ধনের উপর, সে বন্ধন, যেথায় দুটি শিশু হাসতে পারে একিসাথে, একি জননীর কোলে না বসেও তারা ভাইবোন বলে আপনার পরিচয় দিতে পারে; তবে এই কুয়াশার নিবিড় জাল আজ ছিন্ন হোক, বন্ধনকে খুন্ন করতে যেন কোন শেষ অস্তিত্ব না থাকে! কি, ভাবনারা মনে ভাঙ্গন তুলল? তোর বিপরীতে আমি আজ, মনের কোনো দাম দেই না, ভালোবাসাও বুঝিনা, তবে প্রয়োজন জানি. আমার প্রয়োজন আছে, তোর সঙ্গের, তোর স্নেহের, আমি ভালবাসা বুঝি না, তবে মায়া চিনি যে বড়, তোকে আমি বাধবক্ষন, আমার মায়ার পড়ন্ত জালে, তুই ছুটবি না, আমি তোকেই বাধব, এবং আমার করে নিব! অন্যথা আজ হতেই পারেনা, তুমিহীন প্রান তো আমার নয়; সন্ত্রস্ততায় ভুগলেও, তোমাকেই পাশে নিয়ে নির্জন কোনে গহীনে অজস্র বর্ষ কাটাবার স্বপ্নের হেতু কি মিছে তবে? না, তবে জেনে রেখো আমরা মিলব, এবং শেষ অব্দি একি পথে আবর্তিত হতে থাকব! বিসর্জনেও আছে সুখ, কষ্ট নেয়াতেও আছে সুখ, চোখের জল ফেলাতেও আছে সুখ, শুধু তোমাকে ভুলাতেই নেই কোন সুখ! সুখই সকল দুঃখের মুল, কোন অতিশয় বুদ্ধিমান, প্রবীন কি বলেছিলেন? হয়ত, হয়ত না, তবে আমি আজ এ প্রমান করব! যেথায় সুখ থাকিবে, সেথায় দুঃখ হেরিবে যথা! তবে দুজন সখা হলে, দুজনি একে অন্যের আবর্তনের কারন বুঝি। তা সকলিতেই সুখ খুজিতে পারি, তোমাকে হারাতে নয়, সেখানে সুখ বড় বেমানান হয়ত! তাই একা দুঃখের সাথে সংসার না পেতে তোমার সাথে নাহয় পাতলাম! so, "someone" I wanted; not so noble, instead, I wish one simple soul, simpler than ordinary or cruel! I hope for a morning, a soften voice will be cherishing; just enough to rise me to be prepare, but also will make my day with care! love will be felt so will astonishing state- of my mind which is blowing, with the motion and gravity of thee loving! so dear, come by, hold the hand of mine, we'll be receiving and giving a gift, a heavenly one, the so called love! কারো মনরঞ্জনের হেতু হতে উপরোক্ত লেখিনি, তা আশা হতে লিখেছি বটে! সবার জন্যই কেউ আছেন, তবে আমার জন্যও কোন প্রানের নিশ্চয়ই সমাহার হবে? অন্তত আশা করছি! তবে সে কেমন হতে পারে বিশারদ না হলেও কিঞ্চিত জানিয়ে রাখলাম! যাহার মন নেই তাহাকে ভালোবাসিবার হেতু কি? যাহাতে তুমি নেই, তাহাতে হারাবার আছে কি? যাহার অপমৃত্যু হয়েছে, তাহাকে আঘাত করিবে কি? যে তোমায় চায়না, তাহাকে দুরে ঠেলিয়া দিবে কি? যাহার মনটাই কঠিন, তাহার মনটা ভাঙ্গবে কি? বলনা আজিকে, করিবেটা কি? কোন ব্যক্তির কথা হতে মনে নেই, তবে উপরের প্রশ্নগুলো বড় প্রয়জনীয় বটে! এসব এমনি এক সময়, যখন মানুষ আপনা মনকেও বশে রাখতে পারেনা। তাই এই প্রশ্ন করেই উত্তর যাচিয়ে নেয়া। তবে কেউ কেউ ভুল বুঝে না বসে! সন্তাপে পুড়তেই হবে তোমাকে, আমার মধাহ্নের অভিশাপ রইল যে! এবার আসি সমাপনী বাক্যে, এই অভিশাপ নিতে ভুলনা যেন, তুমি আসবে বলে কথা দাওনি বটে, মন কিন্তু সান্তনা খুজেছিল আসবেই ভেবে। তা যখন মন ভাংল, তোমাকে ভালো না বাসার অপবাদ না দিয়ে বরং শাপ দিলাম, যেন চিরকাল আমার আশেপাশেই ঘিরে থাকতে হয় তোমায়! উপরোক্ত সবই আমার লেখা, কিছুটা বেখেয়ালী হয়ে লিখেছি, ভালো না লাগলে অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি! ভালো থাকুন!  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।