আমাদের কথা খুঁজে নিন

   

বাহাত্তর ঘণ্টা আল্টিমেটাম

বাহাত্তর ঘণ্টা আল্টিমেটাম ঘোষণা করা হল ,
হঠাৎ করেই সব নীরব ,
যেমনটা হয় শহরে বিরাট কোন দাঙ্গার পর ।
সকল মানুষেরা নিজেদের লাশের কাছে সমর্পিত !
কেও প্রত্যাশা দেওয়ালে উঠে বসল ।
কতো প্রত্যাশা ! গরীবের পেটে ভাত পরবে ,
নির্বিচারে হত্যার বিচার হবে ।
সকল সত্যি প্রকাশ হয়ে
বন্ধ হবে জীবন ভাঙন ।
অথচ গ্লাসে কয়েক বোতল মদ ছাড়া আর কিছুই পড়লো না ,
হত্যার বিচারের বদলে গোটাকয়েক তরুণের লাশ ঝরল ।
সবার চিন্তায় বাহাত্তর ঘণ্টা ,
সময় কাটে না ,যেন অবরুদ্ধ !
নতুন নতুন প্রতিশ্রুতি ,কতো কিছু বদলাবে !
মানুষের একান্ত অনুভূতিগুলো ক্রমশ সংক্রমিত !
মস্তিষ্কের কুঁড়েঘরে অবাধ চিন্তা !
কতো যে স্বপ্ন,কতো যে আকাঙ্ক্ষায় বিস্তৃত বাহাত্তর ঘণ্টা ।
ব্যক্তিগত বিছানায় এখন কেও নেই ,
কেও কেও নিজস্ব মুখোশ ছিরে ফেলেছে।
কিছু মানুষ আছে যারা চিরকাল ব্যার্থ
তারা প্রবল আক্রোশে যথারীতি কামড়াল পৃথিবীর বুক !
একটি ঘড়ি ,সর্বদা সময় নিরদেশক,
অথচ,তা এখন থেমে গেছে ,
ঘড়িটা থেমে গেল কেন ?
তার তো চিরকাল বাঁচার কথা ছিল ,
ফুলগুলো ফোটার আগেই তুলে নেওয়া হল কেন ?
দ্বিধাগ্রস্ত বাহাত্তর ঘণ্টা আল্টিমেটাম ।
সত্তর ঘণ্টা পার হল ,
অনেক উৎকণ্ঠা চারিপাশে ,
এরপর টানা দুই ঘণ্টা গুলিবর্ষণ ।
এখন মৃত্যুর সুসময় !
শেষ হল আল্টিমেটাম ,
কিছুই হল না!কিছুই হল না !
সময় শেষে আবার যে যার বিছানার দিকে ফিরে গেলো ,
সেখানে সুন্দরভাবে শোভিত আছে নরক !
যে যার নরকে ফিরে গেল ,
খুব চমৎকার মৃত্যুময় শোভিত নরক !

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।