আমাদের কথা খুঁজে নিন

   

আহ্বান

আমি খুব সাধারণ একজন। আমার অবুঝ মন। কি যেন চায় সারাক্ষণ। কখনো পায়,কখনো পায় না। ।

পাখিরা ফিরছে আপন আশ্রয়ে সন্ধালগ্ন, হৃদয় ঘরের জানালা খোলা,তোমার ভাবনায় হয়েছি মগ্ন। আকাশের নীল যেন তোমার দুটি আখী, তাই দেখিবার লোভে খোলা জানালায় দিচ্ছি উকি। নির্জনে বসি রাখালিয়া বজায় বাশের বাশি, পৃথিবীর সব ভুলে। আমার হতে এসনা প্রিয়া , এমন মধুর সুর তুলে। আজকে মেঘের আধিপত্য পুরো আকাশের বুকে।

রংধনু দেখে মনে হয়,পুরো পৃথিবীকে দিয়ে যাবে রং মেখে। পলাশের বনেও আজ বইছে দুষ্টু হাওয়া, তোমায় ভেবে আজ মনে লাগল সুখের ছোয়া। এমনি ৰণে যদি তুমি আসতে বৃষ্টির বেশে, তবে তোমায় নিয়ে পাড়ি দিতাম মেঘের অচীনদেশে। তোমার খোপায় দিতাম সদ্য বৃষ্টিস্নাত গোলাপ, তোমার হাতে হাত রেখে করতাম প্রেমালাপ। এমনি মধুর ৰণে এসনা প্রিয়া,এসনা তুমি।

তোমার প্রতিৰায় রয়েছি আমি। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।