আমাদের কথা খুঁজে নিন

   

আহ্বান

অরুণালোক আয়রে ছুটে নবীণ তোরে জানাই আহ্বান রাহুর গ্রাসে সূর্য ফাঁসে নিঠুর বর্তমান। চারিদিকে অমানিশা ধেয়ে আসে হারায় দিশা ষোল কোটি আমজনতা বঙের সন্তান। ওরে নবীণ শুনিয়ে যা তোর আগমনী গান। । তোদের হাতে করবো এবার এ দেশ সমর্পণ ঝাঁটা মেরে করতে বিদায় অসৎ পুরাতন।

দুর্নীতি-ঘুষ কালো বাজার; বাড়িয়ে দিলো দুঃখ প্রজার রাজা সেজে ওরা নিজকে ভাবছে মূল্যবান। নবীণ-, ওদের আসন ধরে দেরে হেঁচকা টান। । জনগণের ভাগ্য নিয়ে খেলছে ওরা খেলা দেশ দরদীর মুখোশ পড়ে ভরছে নিজের গোলা। লক্ষ প্রজা অনাহারী- গৃহহীন-দীনভিখারী কোনদিনই ওরা সেসব করেনি সন্ধান।

ওরে নবীণ-, এ যে মানবতার অপমান। । মুক্তিবাণী নিয়ে নবীণ আয়রে ছুটে আয়, সময় তোদের ডাকছে, ডাকে দেশ মাতৃকায়। আয়রে নবীণ মশালধারী, আলো জ্বালা আঁধার কাড়ি' আন ফিরিয়ে সত্য-ন্যায়বিচার যা অম্লান। নবীণ ওরে শুনিয়ে যা তোর আগমনী গান।

। (প্রণয় নেশার টানে কাব্যগ্রন্থের অন্তর্গত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।