আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার হুঁশিয়ারি উপক্ষা করলেন পুতিন

ওবামার সঙ্গে এক ঘণ্টার দীর্ঘ ফোনালাপের পর শুক্রবার তিনি বলেন, ইউক্রেইনে রুশ ভাষাভাষীদের সাহায্যের আহ্বানে মস্কো সাড়া না দিয়ে পারে না।

পুতিনকে ফোন করার আগেই ওবামা ইউক্রেইন সঙ্কটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ক্রিমিয়া সঙ্কট শুরুর পর রাশিয়ার ওপর এটিই প্রথম নিষেধাজ্ঞা। এ পর্যন্ত ইউক্রেইনের সার্বভৌমত্বে হুমকি সৃষ্টির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ভিসা নিষিদ্ধ করার পাশাপাশি সম্পদ জব্দের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন ওবামা।

এরপরও ওবামার সঙ্গে টেলিসংলাপের পর পুতিন এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেইন পরিস্থিতি নিয়ে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে এখনো অনেক ব্যবধান রয়েছে।



তিনি বলেন, ইউক্রেইনের নতুন কর্র্তপক্ষ দক্ষিণ-পূর্বের ক্রিমিয়া অঞ্চলের ব্যাপারে পুরোপুরি অবৈধ সিদ্ধান্ত নিয়েছে। আর সে কারণেই ওই অঞ্চলের রুশভাষীদের সাহায্যের আহ্বানে সাড়া দিয়ে রাশিয়া আন্তর্জাতিক আইন সম্পূর্ণ মেনে সে অনুযায়ী ব্যবস্থা না নিয়ে পারে না।

ক্রিমিয়ার পার্লামেন্টে বৃহস্পতিবার রাশিয়ান ফেডারেশনে যোগ দেয়ার পক্ষে ভোট স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে পূর্ব-পশ্চিমের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাতের পট প্রস্তুত করেছে। ১৬ মার্চে বিষয়টির ওপর গণভোটও করার ঘোষণা দিয়েছে ক্রিমিয়ার পার্লামেন্ট।

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের পাশাপাশি ওবামাও প্রস্তাবিত এ গণভোটকে অবৈধ বলে নিন্দা করে বলেছেন, এ ভোট করা হলে ইউক্রেইনের সংবিধান লঙ্ঘিত হবে।

পুতিনের সঙ্গে ফোনে আলাপকালে ওবামা তাকে ইউক্রেইন সঙ্কটের একটি কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।