আমাদের কথা খুঁজে নিন

   

বৃথা

এই ছোট্ট সময়ে নিজেকেই চেনা যায় না... তাই বলে আমি বসে থাকতে শিখিনি......



আমার সাথে কথা বলাতেই তোমার যত ক্লান্তি,
আমি ভাবি তুমি ক্লান্ত, কিন্তু সবই যে আমার ভ্রান্তি।

যা হবার তা এমনিতেই হবে, জোর করতে হবে না
এতো চেষ্টা সব বৃথা, জানতাম তোমাকে পাব না।

আমার সকল আরাধনা পন্ড, এই ছিল ভাগ্যে
যেতে চাইলে যেতে দেব, সান্তনা এই- ' যাগ্যে '।

পারিনা বেধে রাখতে আবার ছাড়তে, কষ্ট হয়।
আমি চাই জিততে চাইনা হারতে, মন নষ্ট হয়।

যার হাতের রেখায় তুমি নেই , পাবে কী করে তাকে?
মানুষের উপকার করো, হাসি পাবে ঝাকে ঝাকে


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।