আমাদের কথা খুঁজে নিন

   

শিশুর মারাত্নক ব্যথার লক্ষণসমূহ।

Electronic Medical Index of Bangladesh

ইএমআইবিডি ডেস্ক

শিশুরা তাদের শারীরিক সমস্যা এবং ব্যথার কথা মুখে বলতে পারে না। তবে প্রচণ্ড ব্যথার মুহূর্তগুলোতে তারা শারীরিক ভাষা কিংবা আচরণের মাধ্যমে বুঝানোর চেষ্টা করে তাদের অনুভূতি। তাই যাদের পরিবারে ছোট্ট শিশু রয়েছে তাদের এ সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন-

কিভাবে বুঝবেন আপনার আদরের শিশু ব্যথা অনুভব করছে?

আপনার শিশু যদি দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করে তবে ধারনা করতে হবে সে কোন শারীরিক সমস্যা বা ব্যথা অনুভব করছে।
তীব্র ব্যথার মুহূর্তগুলোতে শিশুরা সাধারনত স্বাভাবিকের চাইতে উচ্চস্বরে কান্নাকাটি বা চিৎকার করে।
কান্নাকাটি করছে মানেই শিশু ব্যথা অনুভব করছে, কিংবা কান্নাকাটি করছে না তার মানে শিশু স্বাভাবিক আছে আসলে বিষয়টি এমন নয়।

অনেক সময় ব্যথা অনুভব করলেও শিশুরা কাঁদতে পারে না-

শিশুর মুখের অভিব্যক্তি লক্ষ করুনঃ
সে যদি ভ্রু কুঁচকে রাখে,
মুখের ভাব বিকৃত করে,
হা করে নিঃশ্বাস নিতে থাকে,
চোখ কুঁচকে রাখে এবং চোখ বন্ধ করে রাখে,
নাকের পাশের ত্বক কুঁচকে রাখে
তবে ধারনা করতে হবে সে শরীরের কোথাও ব্যথা অনুভব করছে।

শিশু যদি তার অঙ্গপ্রত্যঙ্গ অনমনীয় বা শক্ত করে রাখে, কিংবা হাত-পা এক সাথে জড়ো করে রাখে তবে সেটি ব্যথার লক্ষণ।
শরীরের কোথাও ব্যথা অনুভব করতে থাকলে শিশুর খাবারে অরুচি দেখা দিতে পারে, সে ঘুমাতে চাইবে না, অস্থিরতা প্রকাশ করবে এবং তাকে শান্ত করা কঠিনসাধ্য হয়ে দাঁড়াবে।
এসকল মুহূর্তে প্রথমত শিশুর ব্যথার কারণটি খুঁজে বের করার চেষ্টা করতে পারেন এবং তাকে কিছুটা আরামদায়ক অবস্থায় আনার চেষ্টা করুন। তবে এভাবে বেশি সময় নষ্ট করবেন না, কেননা ব্যথার কারণটি মারাত্মক কিছুও হতে পারে, তাই একজন চিকিৎসকের শরণাপন্ন হউন।





তথ্যসূত্রঃ medlineplus



স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ নিবন্ধ পড়তে নিয়মিত ভিজিট করুনঃ http://emibd.com/health-tips


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.